পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ɖie বাঙ্গালার ইতিহাস কুল্যবাপ পরিমান ভূমি,বাতভোগকে প্রদান করা হইয়াছিল। এই ভূমি ধ্রুবিলার্টিগ্রামে অবস্থিত ছিল। এই ঐবিলাটির বর্তমান নাম ধূলট, ইহা ফরিদপুর জেলার ফরিদপুর নগরের চোঙ্গক্রোশ উত্তরপশ্চিমে অবস্থিত। ধৰ্ম্মাদিত্যের দ্বিতীয় তাম্রলিপিতে তারিখ নাই। ইহা হইতে জানিতে পারা যায় যে ধর্মাদিত্যের রাজ্যকালে নব্যবকাশিক নামক স্থানে মহাপ্রতিস্থার উপরিক নাগদত্ত শাসনকৰ্ত্ত ছিলেন এবং বারকমণ্ডলে গোপালম্বামী বিষয়ের শাসনকর্তা ছিলেন। এই সময় বাস্থদেবস্বামী নামক এক ব্যক্তি, সোমস্বামী নামক এক ব্রাহ্মণকে প্রদান করিবার জন্য, কিঞ্চিৎ ভূমি ক্রয়ের আবেদন করিয়াছিলেন। র্তাহার আবেদন গ্রাহ্য হইয়াছিল এবং এই তাম্রলিপিতে লিপিবদ্ধ হইয়াছিল । গোপচন্দ্রের রাজ্যকালের একখানি মাত্র তাম্রলিপি আবিষ্কৃত হইয়াছে। ইহা তাহার রাজ্যের উনবিংশবর্ষে প্রদত্ত হইয়াছিল এবং ইহা হইতে জানিতে পারা যায় যে, উক্ত বর্ষে নব্যবকাশিকায় মহাপ্ৰতীহার কুমারামাত্য উপরিক শাসনকর্তা ছিলেন । 女 এই সময়ে বারকমণ্ডলে বিনিযুক্ত বৎসপালস্বামী শাসনকতা ছিলেন। বৎসপালস্বামী স্বয়ং, ভট্টগোমিদত্তস্বামী নামক এক ব্রাহ্মণকে দান করিবার জন্ত, কিঞ্চিৎ ভূমিক্রয়ের আবেদন করিয়াছিলেন । সেই আবেদনামুসারে প্রতিকুল্যবাপের চারদীনার মূল্য অবধূত হওয়ায় এককুল্যবাপভূমি বৎসপালস্বামীকে বিক্রিত হইয়াছিল এবং তিনি উহা পুত্র-পৌত্রাদিক্ৰমে ভোগ করিবার জন্য গোমিদত্তম্বামিকে দান কবিয়াছিলেন। এই ভূমির পূর্বদিকে ধ্রুবলাটি গ্রামের অগ্রহার অবস্থিত ছিল । চতুর্থ তাম্রশাসনখানি ফরিদপুর জেলার স্বাগরাহাটী গ্রামে আবিষ্কৃত হইয়াছিল এবং উহা এখন ঢাকার চিত্রশালায় রক্ষিত আছে । ইহা হইতে জানিতে পারা যায় যে, মহারাজাধিরাজ শ্রীসমাচারদেবের রাজ্যকালে নব্যবকাশিকায় অন্তরঙ্গ উপরিক শ্ৰী জীবদত্ত শাসনকর্তা ছিলেন এবং তৎকর্তৃক নিযুক্ত বিষয়পতি পবিত্ৰুক বারকমণ্ডলের শাসনকর্তা ছিলেন। এই সময়ে কুপ্রতীক স্বামী নামক একব্যক্তি জ্যেষ্ঠাধিকরনিক দামুক প্রমুখ বিষয়মহত্তরগণের নিকট একখণ্ড ভূমি জয় করিবার জন্ত আবেদন করিয়াছিল এবং তাচুলারে তিলকুলাবাপ (a) Ibid. pp. 199-202. (v) Ibid. pp. 203-05.