পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে 8b গিয়ে—কে হে ত্ৰৈলোক্য নাকি ? ষষ্ঠীচরণ যে ! বলি বাড়ীর সব খবর ভাল ত ? ছলেবে আস্তে আস্তে প্রস্থান করিল। ত্ৰৈলোক্য ও ষষ্ঠীচরণ সম্মুখে আসিয়া প্রাতঃপ্রণাম করিয়া কহিল, আজ্ঞে ই, আপনার আশীৰ্ব্বাদে খবর সব ভাল । সবাই ভাল আছে। প্রিয় অস্ফুটে আশীৰ্ব্বাদ করিয়া কহিলেন,ভাল, ভাল। যে দিনকাল পড়েচে, আমার ত নাইবার-খাবার সময় নেই । ঘরে ঘরে সর্দিকাশি, একটু অবহেলা করেচ কি ব্ৰঙ্কাইটিস। সকালেই যাওয়া হচ্ছে কোথায় ? ত্ৰৈলোক্য কহিল, আজ্ঞে, আপনারই কাছে । প্রিয় উৎসাহিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কেন, আমার কাছে কেন ? ত্ৰৈলোক্য কহিল, লোকজনের চলাচলের বড় দুঃখ হচ্ছে জামাইবাবু, তাই খালটার ওপরে একটা সঁাকে তৈরি করচি। আপনার ওই বৈকুণ্ঠের দরুণ ছোট বাশ-ঝাড়টা না দিলে ত...আর কিছু হয় নী । প্রিয় রাগ করিয়া বলিলেন, কিন্তু আমি দিতে যাবে কেন ? গায়ে কি আর মানুষ নেই ? বুড়া ষষ্ঠীচরণ এতক্ষণ চুপ করিয়া ছিল,এইবার সে ঘাড়নোয়াইয়া আর একটা প্রণাম করিয়া বলিল, যদি অভয় দেন ত বলি জামাইবাবু, এ গায়ে আপনি ছাড়া আর মানুষ নেই। আপনি দয়া করেন ত দশজনে চলে বাচবে, নইলে আমরা চাষী-মানুষ, কোথায় পাবে। বঁাশ কেনবার টাকা ? প্রিয় একমুহূৰ্ত্ত মৌন থাকিয়া প্রশ্ন করিলেন, লোকজনের কি কষ্ট হচ্ছে নাকি ?