পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৪৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশ (মোগল-শাসন—অবস্থা) [ ৪৫৭ ] বঙ্গদেশ ( মোগল-শাসন-অবস্থা) چیاپچیبی ایسے سیاسیے রাজি আলীর স্বাক্ষরকার দৈনলির জাদ, आगक, जांनी शैली, नद्रन ब्रांडूब जानी शैर्ज ७ मरुरिन् श्रांशैौ मैंौश्री । cनां★ज*ांनrब दांत्रीनां★ चषङ्गां । দিীর মোগলসম্রাটগণের অধীন মুবারদিগের শাসনকাল হইতে ইংরাজ কোম্পানিগণের প্রাধান্ত বিস্তার পর্য্যন্ত এই সুদীর্থ কালে বাঙ্গালার ভাগ্যাকাশে বিশেষ কোন পরিবর্তন সাধিত হয় নাই। বাঙ্গালার ইতিহাস পাঠে তৎকালীন দেশের অবস্থা সহজেই হৃদয়ঙ্গম হইতে পারে, নিয়ে অতি সংক্ষেপভাবেই তাহ दिनूठ श्हेण । দাউদ খাঁর মৃত্যুর পরেও প্রায় ৩৬ বৎসর পাঠানপ্রভাব বাঙ্গাল হইতে বিদূরিত হয় নাই। তদনন্তর বাধ্য হইয়া তাহার মোগলশাসনের বশীভূত হয়। এই সময়ে পূৰ্ব্বদক্ষিণ বাঙ্গালায় পৰ্বীজের বিলক্ষণ উৎপাত আরম্ভ করে। দেশীয় জমিদারদিগের মধ্যেও অনেকে রাজসরকারে নিয়মিত রাজস্ব প্রদান না করিয়া সময় সময় বিদ্রোহ সমুপস্থিত করিয়াছিল। সম্রাটু অকৃবর শাহের রাজত্বকালে পূৰ্ব্বদেশে “বারদুয়া”র প্রান্তর্তাব হয়; তন্মধ্যে যশোহরের রাজ প্রতাপাদিত্য, ভূষণার মুকুনারায়, চন্দ্রবীপের কন্দপনারায়ণ রায়, ভুলুয়ার লক্ষ্মণ মাণিক্য, বিক্রমপুরের চাদ রায় কেদার রায়, ভাওয়ালের ফজল গাজি, খিজিরপুরের ইশা খ', সাতলের রাজা রামকৃষ্ণ, চাদ-প্রতাপের চাঁদ গাজি প্রভৃতি নয় জনের নাম বিশেষভাবে উল্লেথ যোগ্য। ঐ জমিদারদিগের দেওয়ানী ও ফৌজদারী শাসন ক্ষমতা ছিল । তাহাদিগের স্বতন্ম সৈন্ত, গড় ও বিচারালয় ছিল। তাহারা প্রজাদিগের নিকটে খাজনা আদায় করিতেন এবং মুবাদার পরাক্রান্ত হইলে তাহার সমীপে দেয় রাজস্ব প্রেরণ করিতেন, নতুবা বলপ্রয়োগ ভিন্ন তাহাদিগের নিকট হইতে রাজস্ব সংগ্ৰহ হইত না । কখন কথন উাহারা বিদ্রোহেরও স্বচনা করিতেন এবং সুবাদারগণ তাহাদিগের সঙ্গিত যুদ্ধ করিতে বাধ্য হইতেন । [বারভূরা দেখ ] সরফরাজ খ ও সিরাজদ্দৌলা ব্যতীত বাঙ্গালার অপর সকল মুবাদারই দিল্লীর বাদশাহকর্তৃক নিযুক্ত হইয়াছিলেন ; সরফরাজ খানও মুরশিদাবাদের সিংহাসন অধিকার করিয়া দিল্লীর আলীবর্দীকর্তৃক নিহত হন। নাদির শাহের আক্রমণে দিল্লীশ্বরের ক্ষমতা অনেক খৰ্ব্ব হয়। ঐ সময়ে বর্গির হাঙ্গামায় ও রাজকৰ্ম্ম চারদিগের বিদ্রোহে নবাব আলীবর্দী খার প্রভূত অর্থব্যয় হইয়া থাকে। এ কারণে কিঞ্চিৎ উপঢৌকন ব্যতীত তিনি দিল্লীতে নিয়মিত রাজস্ব প্রেরণ করিতে পারেন নাই। সিরাজ উদ্দৌলা এক বৎসর মাত্র রাজত্ব করিয়াছিলেন। রাজসংক্রান্ত নানা-প্রকার XVII 6ל ל জটিল কাৰ্য্যে ব্যাপৃত থাকায় মোগল-সম্রাটের সহিত তীহার কোন সম্বন্ধ ঘটে নাই। [ সিরাজউদৌল দেখ। ] খৃষ্টীর ১৬শ শতাব্দীর শেষভাগে এবং ১৭শ শতাব্দীর প্রারম্ভ সময়ে এদেশে পর্তুগীজদিগের গ্রাহ্বৰ্গৰ ঘটে। ১৬৩২ খৃঃ অন্ম হইতেই তাহাদিগের প্রতাপ হ্রাস হইতে থাকে। उक्नखब नृिभ्रब বাণিজ্য করিবার অনুমতি পাইয়া ১৬৩৪ খৃষ্টাক হইতে ইংরাজদিগের প্রতাপ উত্তরোত্তর বাড়িয়া উঠে এবং ক্রমে তাহারা অর্থ ও ক্ষমতা বলে দেশীয় লোকের যোগে এতদেশের সর্বময় কণ্ঠা হইয়া উঠেন । [ ইংরাজ দেখ। ] মোগলদিগের শাসনকালে কেবলমাত্র রাজা টোডরমল ও রাজা মানসিংহ নামক দুই জন হিন্দুবীর বাঙ্গালার স্বৰাদার হন। তৎকালে রাজকীয় উচ্চতম পদে ও অন্তান্ত প্রধান কৰ্ম্মেও হিন্দুরা নিযুক্ত হইতেন। পরবৰ্ত্তিকালে যশোবন্ত রায় ঢাকার দেওয়ান এবং আলমৰ্চাদ বাঙ্গালার সহকারী দে ওয়ান ও মন্ত্রিসভার সভ্য হইয়াছিলেন । জগৎশেঠও মন্ত্রিসভার সভ্যপদ প্রাপ্ত হন। যখন সিরাজ উদ্দৌলা সিংহাসনচ্যুত হন, তখন রাজা মোহনলাল সেনাপতি ও পূর্ণিয়ার শাসনকর্তা, রাজা রায়দুল্লভ দেওয়ান, • রাজা রামনারায়ণ পাটনার শাসনকর্তা এবং রাজ রামরাম সিংহ মেদিনীপুরের শাসনকর্তারূপে বর্তমান ছিলেন। ভূতপূৰ্ব্ব দেওয়ান জানকী রাম, রায় রায় চিন্ময় রায় ও রাজা রাজবল্লভ প্রভৃতির পরিচয় ইতিহাস পাঠকমাত্রেরই অবিদিত নাই । { তত্ত্বৎশৰো বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য। ] স্বাধীন পাঠানদিগের রাজত্ব সময়ে বঙ্গদেশে শ্ৰীচৈতন্ত্র মহাপ্রভু, রঘুনাথ শিরোমণি প্রভৃতি অসাধারণ প্রতিভাশালী ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছিলেন। মোগলধীন মুবাদারদিগের শাসনকালে সেরূপ কাহারও আবির্ভাব ঘটে নাই। তৎকালে সংস্কৃত কাব্য ও সাহিত্যের এবং দ্যায়শাস্ত্রাদির যেরূপ আলোচনা ও বিস্তার ঘটিয়াছিল, এ যুগেও তাহ বিশেষভাবে লয়প্রাপ্ত হয় নাই ; বরং সংস্কৃতালোচনার অবনতির স্বত্রপাত হইতেছিল বলা যায়। চৈতন্তযুগের শেষ সময়ে বাঙ্গালা পদরচনা ও সংস্কৃত গ্রস্থাদির পস্তামুবাদ আরম্ভ হয় । উহার পরে ক্রমে কবিকঙ্কণের চণ্ডী, কাশীদাসের মহাভারত এবং শেষোক্ত সময়ে রামপ্রসাদের পদাবলী, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রভৃতি গ্রন্থ লিখিত হইয়াছিল। কবিকঙ্কণাদি কর্তৃক বাঙ্গালা ভাষা ক্রমশঃ মার্জিত হষ্টয়া পদরচনা সম্বন্ধে ভারতচন্দ্রের হস্তে উহা বিলক্ষণ উন্নতি ও পুষ্টলাভ করিয়াছিল। নৈয়ায়িকদিগের মধ্যে জগদীশ তর্কালঙ্কার, গদাধর ভট্টাচাৰ্য্য, মথুরানাথ তর্কবাগীশ, ভবানন্দ সিদ্ধান্তবাগীশ,

  • मकूडगक शहे हेतिs cक-नानी रे शब्ररे गर अश्न करछन (*१**)।