পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাসাদারু ভৈষজ্যরত্নাবলীতে এইরূপ লিখিত আছে—সঙ্কল প্রকার পীলসরোগে প্রথমতঃ নিৰ্ব্বাতগুহে অবস্থান, মেছ, স্বেদ, ধূম ও গণ্ডৰ বাৰস্থ্যে। পীনসরোগে শুরু ও উষ্ণবস্ত্র দ্বারা মস্তক আচ্ছাদন এবং লঘু উষ্ণ, লবণরস ও মিথ দ্রব্য ভোজন করা আবশ্বক। পঞ্চমূল সিদ্ধ, স্থা, চিতামূল, হরীতকী, স্থত, পুরাতনগুড় ও ষড়ঙ্গ মূৰ এই সকল পীনস নাশক। বোধাদাচুর্ণ, পাঠাদিতৈল, বাস্ত্রীতৈল প্রভৃতি নাসারোগ নিবারক। মাসিকায় কৃমি হইলে কৃমিনাশক ঔষধ গোসূত্রে পেষণ করিয়া নাসিকায় প্রয়োগ করিবে, এবং কমিনাশক ঔষধ সিদ্ধ করিয়া তাহাম্বারা নাসিক ধৌত করিবে। মালিকা সম্বন্ধীয় অন্ত সকল রোগ দোষানুসারে যথাবিধি চিকিৎসা করিতে হইবে। পুরাতন গুড় ১•• পল। কাখের জষ্ঠ চিতাসূল • পল, জল ৫• সের, শেষ ১২॥• সের। গুলঞ্চ ৫• পল, জল ৫• সের, শেষ ১২০ সের। এই সকল গ্রব্য একত্র করিয়। তাছাতে গুড় গুলিয়া ছাঙ্কিয়া হরীতকীচূৰ্ণ ৮ সের দিয়া পাক করিবে। পাক সিদ্ধ হইলে শুঠ, পিপুল, মরিচ, গুড়ত্বক, তেজপত্র ও এলাইচ, প্রত্যেক চূর্ণ এক পল ও যবক্ষর ৪ তোলা প্রক্ষেপ দিবে। পর দিন মধু ১ সের মিলিত করিতে হুইবে । অগ্নির বল বিবেচনা করিয়া ২ তোলা হইতে ৪ তোলা পর্যাপ্ত এই ঔষধের পরিমাণ । ইষ্ঠাতে নাসারোগ প্রভৃতি বিনষ্ট হয়। এই ঔষধের নাম চিত্রক-হরীতকী । ( ভৈষজ্যরত্না নাসারোগাধি” ) নাসাল ( ঐ ) নাসায়াঃ অগ্রং । নাসিকার অগ্রভাগ । নাসাছিন্না (স্ত্রী) ছিদ-ভাবে ক, নাসায়াং ছিন্নং ছেদো বস্তাঃ, ঙীয়। পূর্ণিকা পক্ষী। (ত্রিকাণ্ড ) নাসার (পুং ) নাসিকার ভিতর পিয়াজের কোষার স্থায় ব্ৰণপ্তইয়া রক্তনির্গম ও সেই জন্ত জরের আবির্ভাব । এই জরে যদি মাস নাট খাষ্টয়া যায় অর্থাৎ ঐ পিয়াজের কোষের মত রক্তস্থলী শুকাইয়া শরীরস্থ হয়, তাহা হইলে জর অতান্ত কঠিন ও দোষাম্বিত হইয়া উঠে । এই জরে মাথা কামড়ান, মেরুদণ্ডে দারুণ বেদন অনুভব হয় । নাসা হইয়াছে কি না ? তাহা লনিতে হইলে নাভিমূলে হন্তের কনিষ্ঠাঙ্গুলি রাখিয়া বৃদ্ধাঙ্গুলি নাসিক স্পর্শকালে যদি পৃষ্ঠদেশে এবং ঘাড়ে বেদন অনুভব কয়, তাহা হইলে নাসাঙ্গর হইয়াছে জানিতে হুইবে । নাসা ভাঙ্গিয়া দিতে হইলে কতকগুলি দূর্ব ঘাস একত্র করিয়া নচাৱন্ধ, মধ্যে প্রবেশ করাইয়া ঘূরাইতে হয়। এইরূপে ঐ ঘাসের আঘাতে রক্তকোষ কাটয় দূষিত রক্ত বাহির হইলে বেদনার হ্রাস ও জর কমিয়া আইলে । নাসাদারু (কী ) দ্বারোস্থিত কাষ্ঠ, চলিত কপালি । [ १$ ] o or নাসিক নাসানাহ (পুং) নাসিকারোগতো। [ নাসাগতরোগ দেখ। ] নাসাত্ত্বিক (ত্রি) নাসিক পর্যন্ত । 象 “কেশাস্তিকে ব্রাহ্মণস্ত দণ্ডঃ কাৰ্যঃপ্রমাণতঃ । . 聯 ললাটসন্মিতোরাল্পঃ স্তাত্ত নাসাত্তিকে বিশঃ ”•(মন্থ ২৪৬) নাসাপরিশোষ (পুং ) শুশ্রতোক্ত নালাগতরোগভেদ । [ নাসাগতয়োগ দেখ। ] মাসাপাক (পুং ) নাসারোগভেদ । [ নাসাগতরোগ দেখ। ] নাসাপুট (গুণ্ড নাসিকার মধ্যগতরোগ। নাগাগতরোগ দেখ। ] নাসারক্রপিত্ত (স্ত্রী) পিত্তাধিক্য হেতু নাসিক হইতে রক্ত ক্ষরণ । { নাসাগতরোগ দেখ। ] নাসাপ (ক্লী) মাসিক মধ্যে অর্কু জান। (নাসার খে। ( পুং ) কটুফলতৃক্ষ । ( শব্দচ” ) নালাবংশ (পুং ) নাস তন্মধ্যভাগে ৰংশইব উচ্চাং । নাসা পৃষ্ঠস্থিত মধ্যভাগ । न्डद्र___ নাসাবিবর (কী ) নালায় বিবরং । নাসিক ছিদ্র, নাসারম্ভ । নাসাসংবেদন (পুং ) সংবিস্তুতেইনেনেতি সংবিদ-লুটু, নাসায়াঃ সংবেদনঃ । কাণ্ডীরলতা, কাগুবেল, কায়বেল্ললতা, করলা, উচ্ছে । ( রাজনি” ) নাসাত্ৰাব (পুং) নাসারোগভো। মাসাগত রোগ দেখ। ] নাসিক, বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত একটা জেলা। ইহার উত্তরে থানেশ জেলা, পূৰ্ব্বে নিজামরাজ্য, দক্ষিণে আন্ধা নগর এবং পশ্চিমে থানা জেলা, ধরমপুর ও মুর্গান রাজ্য, এবং খালেশের দাং উপবিভাগ । জেলার বিচারবিভাগের সদর নাসিকে অবস্থিত। সমস্ত জেলাট পশ্চিমাংশ ব্যতীত সমুদ্রপৃষ্ঠ হইতে কোনস্থানে ১৩০০ এবং অপরস্থানে ২০০০ ফিট উচ্চ অধিত্যকার উপরে স্থিত। ইহার পশ্চিমাংশ দাং নামে অভিহিত । পুৰ্ব্বাংশকে দেশ কহে । এই অংশে অনেক সমতল ক্ষেত্র আছে এবং সমস্ত ভূমিই কৃষিযোগ্য ও উর্বর। নাসিকের প্রধান নদী তাপী ও গোদাবরী। তদ্ভিন্ন গোদাবরীর কতকগুলি শাখা নদী নাসিকের দক্ষিণদিকে এবং তাঁধীর কতিপয় উপনদী ইহার উত্তরাংশে প্রবাহিত হইতেছে। এখানকার পর্বতগুলি প্রায় সমস্তই পূৰ্ব্বপশ্চিমে লম্বমান, কেবল মাত্র সহাদ্রি উত্তরদক্ষিণে লম্বা । এখানে মহারাষ্ট্রীয়দিগের সহিত যুদ্ধ সময়ে নিৰ্ম্মিত কতকগুলি দুর্গ আছে। এগুলি বর্তমান থাকিয়া বিগত কালের মহারাষ্ট্রগৌরবের সাক্ষ্য প্রদান করিতেছে। এখানে খনিজ পদার্থ প্রায় কিছুষ্ট পাওয়া যায় না। সাধারণতঃ এখানকার ভূমি পাষাণময় । অরণ্যে গুড়িকাষ্ঠ বেশী পাওয়া যায় মা, জ্বালানি কাঠ বিস্তর । নাসিক জেলার অধিক বৃক্ষাদি নাই। বন্যজন্তু মধ্যে ব্যায়, নেকড়ে, ভয়ক ও নানাজাতীয় হরিণ এখানে প্রচুর পরিমাণে দৃষ্ট হয়।