পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন্দিকেশ্বরপুরাণ “চতুৰ্থং শিবধৰ্ম্মাখ্যং সাক্ষাৎ মদীশভাষিতম্।” পাঠান্ডয়— "নলিকেশ্বরযুগ্রঞ্চ নলিকেশ্বরভাবিতং।" (কুর্ণকু) নন্দিকেশ্বর, ১ এক সংস্কৃত জ্যোতিষী। বেদাঙ্গরায়ের পুত্র। ইনি ১৬৪৩ খৃষ্টাব্দের পরে গণকমণ্ডল ও জ্যোতিঃসংগ্ৰহসার নামক গ্ৰন্থ রচনা করেন। . ২ দক্ষিণাত্যের বিজাপুর জেলার কএকখানি গ্রাম। বাদামি হইতে তিন মাইল পূৰ্ব্বে অবস্থিত। এই গ্রামগুলির মধ্যে মহাকুট নামক স্থানে অনেকগুলি মন্দির ও শিবলিঙ্গ আছে। ঐ কারণে এই স্থান মহাকুট নামে বিখ্যাত হইয়াছে। কেহ কেহ এই মহাকুটকে দক্ষিণকাশীও বলে। মহাকুটের মধ্যস্থলে বিষ্ণুতীর্থ নামে একটী পুষ্করিণী আছে। কথিত আছে, অগস্ত্যমুনি ঐ পুষ্করিণী নিৰ্ম্মাণ করিয়াছেন। উহার গভীরতার কখন হ্রাস বৃদ্ধি হয় না। পুষ্করিণীর বাধান ঘাটে একটা শিবমন্দির অাছে। ঐ মন্দিরের প্রবেশদ্বার জলের ভিতরে। প্রবাদ এইরূপ যে, দেবদাস নামে বারাণসীর কোন রাজার কন্যার মুখ বানরের স্তায় হইয়াছিল এবং সেই কষ্টাকে মহাকুট পুষ্করিণীতে স্নান করাইতে রাজার প্রতি স্বপ্নাদেশ হয় । তদনুসারে রাজ কন্যাকে তথায় লইয়া গিয়াছিলেন এবং মহাকুটেশ্বরের মন্দির নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন। অতঃপর তাহার কন্যার মুখ ভাল হইয়াছিল। প্রবেশদ্বারের উত্তরপূৰ্ব্বে লজ্জগৌরীর মন্দির আছে। লজ্জগেীরীর মূৰ্ত্তি কালপ্রস্তরে খোদিত, বিবসন, মস্তকবিহীন ও পৃষ্ঠে হেলান দিয়া শায়িত। কথিত আছে, একদা দেবী এবং শিব পুষ্করিণীতে কেলি করিতেছিলেন, এমন সময় একজন ভক্ত পূজা করিতে উপস্থিত হইল। শিব মন্দির মধ্যে পলায়ন করিয়াছিলেন, এবং পাৰ্ব্বতী মুক্তিক মধ্যে মস্তক লুক্কায়িত করিয়া সেই স্থানেই পড়িয়াছিলেন । বন্ধ্য স্ত্রীলোকেরা ঐ মূৰ্ত্তির পূজা করে। নন্দিকেশ্বরকারিক, পাণিনির অষ্টাধ্যায়ীর প্রথমে বর্ণিত শিবহুত্রের গুচ্ ব্যাখ্যা। ২৭টা মাত্র শ্লোকে রচিত। নাগেশভট্টের শব্দুেশেখরে এই কারিক উদ্ভূত আছে। উপময় ইহার प्नेको रुब्रिम्नलििछ्न । নন্দিকেশ্বরপুরাণ, নদীশ্বর ও নলিপুরাণ নামেও খ্যাত । এক খানি প্রাচীন উপপুরাণ। দেবীভাগবত, শক্তিরত্নাকর, নির্ণয়সিন্ধ, আচারাদর্শ প্রভৃতি গ্রন্থে এবং হেমাদি, মাধবাচার্য, রঘুনন্দন প্রভৃতি স্বার্তগণ কর্তৃক উদ্ধৃত হইয়াছে। কালারিরুদ্রোপনিষৎ, দত্তাত্রেয়োপনিষৎ, দশশ্লোকী ( বেদান্ত ), রুদ্রাক্ষমাহাম্মা, শিবস্তোত্র ইত্যাদি বিভিন্ন গ্রন্থ ননিকেশ্বর পুরাণের অন্তর্গত বলিয়া খ্যাত। আবার শিবধৰ্ম্ম ও শিবধর্শ্বোত্তর এই দুইখানি মন্দিকেশ্বরসংহিতার অন্তর্গত। • [ ¢8१ ] নন্দিহ্লগ আগমতত্ত্ববিলাস ও তন্ত্রসারে নদিকেরসংহিতার বচন উদ্ভুত হইয়াছে। নন্দিক্ষেত্র, কাশ্মীরের একটা প্রাচীন স্থান। এখানে বিজয়েশ্বরের মন্দির অাছে। নন্দিগড়, বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত খানাপুর উপবিভাগের একটা নগর। অক্ষা ১৫° ২৪' উঃ, দ্রাঘি” ৭৪° ৩৭ পূঃ । এই নগরের অনতিদূরে ভগ্নাবশিষ্ট প্রতাপগড় তুর্গ বিদ্যমান আছে। নন্দিগাম, মাগ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত কৃষ্ণা জেলার একটা তালুক। পরিমাণ ৬৪৯ বর্গমাইল । এখানে বৌদ্ধদিগের অনেক ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যায়। নন্দিগিরি, ইহার অপর নাম নন্দিছৰ্গ। নদিযুগ দেখ। ] নন্দিগুপ্ত (পুং ) কাশ্মীরের একজন রাজা । নন্দিগ্রাম (পুং ) গ্রামভেদ। রাম বন গমন করিলে পল্প ভয়ত এই নন্দিগ্রামে রামের পাত্নক গ্রহণ করির রাজ্যশাসন করিয়াছিলেন। “বিসর্জিত: স রামেণ পিতুর্বচনকারিণী। নন্দিগ্রামে হুকরোদ্রাজ্যং পুরঃ কৃতান্ত পাদুকে ॥” ( ভারত ৩২৭৬ অ” ) নন্দিগ্রামী, বঙ্গের ভরদ্বাজ গোত্রীয় বারেন্দ্র ব্রাহ্মণদিগের একটা गैंहेि । নন্দিঘোষ (পুং ) নন্দিহের্ষজনকে ঘোষ যন্ত। ১ অর্জুনের রথ। ২ বন্দিজনের ঘোষণা । ৩ মঙ্গলঘোষণা । (ত্রি) ৪ হর্ষঘোষযুক্ত। “অষ্টাদশে যে দিবসে প্রামীয়াদেকভোজনম্। সদা দ্বাদশমাসা বৈ সপ্তলোকান স পশুতি ॥ রথৈঃ স নন্দিঘোষেশ্চ পৃষ্ঠতঃ সোহরুগম্যতে।" (ভারত অমু” ১০৭ অ” ) নন্দিতরু (পুং) নন্দিরানন্দজনকস্তর । ধব বৃক্ষ। (ভাবপ্র” ) (কী ) নন্দিপ্ৰিয়ং তুর্য্যং। বাদ্যভেদ । (হরি ৯০ অ') নন্দিদুর্গ, মহিম্বরের অন্তর্গত কোলার জেলার একটা গিরিদুর্গ। বঙ্গারের ৩১ মাইল উত্তরে অবস্থিত। অক্ষা ১৩, ২২ ২৭% উঃ, এবং দ্রাঘি" ৭৭° ৪৩’৩৮ পূঃ । ইহার শিখরদেশে একটা বিস্তৃত মালভূমি ও পুষ্করিণী আছে। ১৭৯১ খৃঃ অন্ধে লর্ড কর্ণওয়ালিস এই দুর্গ আক্রমণ করিয়া অধিকার করেন। পৰ্ব্বতের পাদদেশে নদীনামে একটী গ্রাম আছে। তথায় শিবরাত্রির দিন একটী পগুমেলা হইয়া থাকে। হায়দর আলী এবং তৎপুত্র টিপু এই দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । নন্দিছৰ্গে একটী বিখ্যাত শিবমন্দির ও পাঁচটা প্রস্রবণের উৎপত্তি-স্থান আছে। প্রস্রবণ পাচটার নাম যথা—উত্তর-পিণাকিনী, शभि१-निभांकिनैौ, किंबांदठी, औब्रांमनि यद१ अर्कवठी