পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-গ্রামবাসী সংবাদ জগতে আমাদের কেউ শত্রু নেই। তার; যদি কোনোদিন বাগে পায়, আমাদিকে যে কী করবে আপনি তা কল্পনাও করতে পারেন না x স্ত্রীলোক বালক কারো নিস্তার থাকবে না। নিজেকে বাচাতে হলে তখন যে অস্ত্র হাতে পাই তাই চালাব। বীরত্ব কি পুরুষমামুষের একচেটে করতে চান । বীরাকে আর ছেলেমানুষ মনে হল না। ওর কথায় বাহাদুরির স্বর নেই, মুখে যা বলছে দরকার হলে তাই করবে, লে বিষয়ে কোনে। সন্দেহ রইল না। ধর্মের দোহাই, রাজার হুকুম, স্বদেশের প্রতিপত্তি, এই সব উত্তেজনার জোরে অন্য দেশে অষ্ঠ কালে লোকে ভগবানকে ডাকতে ডাকতে মারতে মরতে গেছে,—তা তো জানা আছে। এরা তো বাইরের কোনো শক্তিকে ডাকে না ; সাধারণ মানুষের দুঃখের দরদে এদের আত্মশক্তি জেগে উঠেছে ; এরাও মারতে মরতে প্রস্তুত। ন! জানি কিসের জোরে এরা খাড়া আছে, এত তেজে চলছে। বীরার নিজের মুখে শুনৰ বলে জিজ্ঞেস করলাম,—“তুমি তো দেখছি ধর্ম মান না, শাস্তি চাও না, তবে তোমার মন কিসের প্রয়ালী।” বীরা। আমি চাই প্রেম, আরো প্রেম। আমি। দাম্পত্য প্রেম ? ৰীরা । সে জিনিসটা কী তা জানিলে । আমি । তবে যাকে বলে স্বাধীন প্রেম, তাই নাকি'। বীরা। তা নয় তো কি।” ফরমাশী প্রেমকে প্রেম বলেন । আমি লিখে যাচ্ছি দেখে বীরার কৌতুহল হল। আমার কাছে উঠে এসে জিজ্ঞেস করলে, “আমার কথা টুকে রাখছেন না কি।” • बूबां★ीव्र उवांद्र चाषीन cयन चणrठ cचन्हांछांब cषांकब्रि। बीब्र रूषांsीब्र उष्ण* बांटन शब्रज । Setు