পাতা:বেণু ও বীণা.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ @མས་ལ་ཁྱོན་བ་མ་འ་འབབ་ཁྱོན་མ་། ལོ་

بينه

সোনার ফড়িং তৃণের বনে ঝিঝির পিছে ধায় ; নূতন ঋতু, নুতন রীতি, নিখিল ধরা আপন হারা সোনার চোখে চায় ! ফুলের বনে পরাণ মনে পুলক উথলায় । বিভোর হ’য়ে চকোর আজি চাদের পানে চায়, হৃদয় তলে প্রেম উথলে জগং ভুলে যায়, চাদ সে ভাসে নীল আকাশে আপন জোছনায় ; তরুণ প্রাণে, নূতন প্রতি, নুতন রীতি, নুতন গতি, বিভোল ধরা আপন হারা সোনার চোখে চায় ; নিখিল সনে তরুণ মনে পুলক উথলায় !