পাতা:বেণু ও বীণা.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ زنی =حتتحتحملایم মেঘের কাহিনী । সম্বর হ্রদে, জর্জর দেহে, ঘুমায়ে আছিনু ভাই, লবণে জড়িত লহরের কোলে ঘুমেও স্বস্তি নাই ; সহসা পূরবে, তরুণ অরুণ হাসিয়া দিলেন দেখা, আমি জাগিলাম, বুকে দেখিলাম অরুণ কিরণ লেখা ! কিরণাঙ্গুলি ধরি’ আমি, উঠিলাম ত্বরা করি’, কম্পিত, ক্ষীণ, জর্জর তনু—ললাটে বহ্নি শিখা ৷ তৃণ পল্লবে, নিম্ন বায়ুতে আপনার জালা ঢালি’ উচ্চ গিরির উন্নত চুড়ে উঠতে লাগিনু খালি ; কঠোর শিলার পরশে আমার নয়নে ঝরিল জল, ছল ছল চোখে লাগি উঠিতে—ছু ইনু গগন তল । ডুবিলেন দিননাথ, হাসি, পবন ধরিল হাত ; তুষারের মত হ’য়ে গেল দেহ, ফুরা’ল সকল বল। - 并 来 来 来源 বাতাসের সাথে ধরি হাতে হাতে গগনে ছুটিমু কত, পলে পলে ধরি অভিনব রূপ—খেলি বাতাসের মত ; ২০