পাতা:বেণু ও বীণা.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। উদ্ভান্ত । আন বীণা, বাপ তার, ঢাল সুরা, গাহ গান ; যে গিয়েছে—কথা তার, কর আজি অবসান । যে ফুল গিয়েছে ঝ’রে, সে আর ফিরিবে নারে, যে পার্থী মরেছে হায়—গিয়েছে সে চিরতরে ; মোছ তবে অাখি ধার—কাদিয়া কি হ’বে আর ? ঢাল স্বরা—করি পান, তোল গো নুতন তান, শ্মশানে জনম যা’র—তা’র কেন কাদে প্রাণ ! আমার এ অণখি দিয়ে অশ্রু বহে না গো, এ প্রাণ আপন বাথা কারেও কহে না গো, আমার বেদন বুঝে, এমন পাইনে খুজে, এ জগতে যাতনার—পরিহাস-—প্রতিদান ! পাষাণে পাষাণ হানি’ তোল তবে কলতান ! বীণারে তুলিয়া লওঁ, যত দিন আছে,তার,— তোমার ব্যথায় হায় র্কাদিবে সে শতবার, কণ্ঠে মিলায়ে তান—গাহিবে করুণ গান, তাহারে ধর গো বুকে—কর শোক অবসান ; তোল ফিরে কলগান, পাষাণে বাধিয়া প্রাণ !