পাতা:বেণু ও বীণা.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©☾ বেণু ও বীণা। @,కాకాకాస్త్ర বাম হাতে তার কবিতার পুথি, হরিতালে মোড়া মুখ, নয়ন কোটরে অতল অর্ণধার ; ছর দুরু কাপে বুক ! অতি ক্ষীণ স্বরে, কহিল, সে ধীরে, সোঙরিয়া ‘রমেশেশ",— “নীল নদ নীরে ঘন শরবন, তীরে সে মিশর দেশ ; আমি সে দেশের রাজার সভায় ছিলাম প্রধান, কবি ; আজি কেহ নাই বুঝিতে সে বাণী,— বুঝিতে সে সব ছবি । কমলের বন হয়েছে উজাড়, মৃণালে সে শোভা নাই ; কালি যেথা ছিল রাজার প্রাসাদ,— , বিজন আজি সে ঠাই ।