পাতা:বেণু ও বীণা.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ©Ꮉ SG) ময়ুর, হরিণ, কপি, বাষ্প জলযান, দেবদূত, অৰ্দ্ধচন্দ্র, মুকুট, বিষাণ ! কেহ আনিয়াছে বহি’ পিরামিড-কণা ! কেহ বা এসেছে মাখি’ পার্থিনন-ধূলি ! নায়েগ্রা-গৰ্জ্জন বিনা কিছু জানিত না,— এমন ইহার মধ্যে আছে কত গুলি ! কেহ বা এনেছে কার’ কুশল সংবাদ— মাখি মুখামৃত, বহি’ সাগ্রহ চুম্বন ! কেহ বা পেতেছে নব বাণিজ্যের ফাদ ; কেহ অনাদৃত, কার’ আদৃত জীবন ! সকল গুলিই আমি ভালবাসি, ভাই, সমগ্র ধরার স্পর্শ পাই এক ঠাই ।