পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gły ভবিষ্যতের বাঙালী গল্পমূলক রচনা প’ড়ে কবির স্বভাবসুলভ ভাবের আতিশয্যে কাল্পনিক এক স্বর্ণযুগের সুখস্বপ্ন তঁরা দেখেছিলেন মাত্র । এখন হিন্দু-মুসলমানের নিবিড় মিলনের প্রয়োজন আমরা হাড়ে হাড়ে অনুভব করি। এখন প্ৰত্যেক প্রকৃতিস্থ বাঙালী বোঝেন, হিন্দুমুসলমানের আন্তরিক মিলন না হ’লে, এদেশ রসাতলে যাবে, বাঙালী নিজ দেশে পথের ভিখারী হ’বে । সুতরাং এখন আমাদের জাতীয় সাহিত্যকে সম্পূর্ণ নূতন একটা রূপ দিতে হ’বে। হিন্দু-বিদ্বেষ এবং মুসলমান-বিদ্বেষ যাতে সাহিত্যে তিলমাত্র স্থান না পায়, তার জন্য বিশেষ চেষ্টা করতে হ’বে। হিন্দু-মুসলমানের সম্প্রীতি এবং ঐক্যানুভূতি যাতে সাহিত্যে . সম্যকভাবে ফুটে ওঠে, তার জন্য চেষ্টা এবং সাধনা করতে হবে। আর বাংলার জাতীয়তার আদর্শ যাতে সাহিত্যে সুপ্রতিষ্ঠিত হয়, তার জন্য সঙ্ঘবদ্ধ হ’য়ে সুনিয়ন্ত্রিত ধারাবাহিক সাধনায় আত্মনিয়োগ করতে হবে। ۔ محمسحص۔۔ ۔سمہم۔۔۔عیح۔ ۔ ۔ ۔ہمہ- ۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ ۔۔۔۔،، ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ এযুগে সাময়িক-সাহিত্যের প্রভাব খুব বেশী। দু-একটি দৈনিক এবং মাসিক পত্রিকা যেখানে যায় না, এমন একটি পল্লীগ্রাম খুঁজে পাওয়া কঠিন। দুঃখের বিষয়, এই পত্রিকাসমূহের অধিকাংশ পরিচালকদের মধ্যে আদর্শের এবং দায়িত্বজ্ঞানের অভাব একান্তভাবেই পরিদৃষ্ট হয়। তাদের অসংযত লেখা সাম্প্রদায়িকতার মারাত্মক বিষ প্রত্যহ দেশময় ছড়িয়ে দিচ্ছে । এ অবশ্য লাভের ব্যবসা, তা’ না হ’লে এমন অপকৰ্ম্ম এত আগ্রহের সঙ্গে তারা কেন করতে যাবেন ? যারা বাংলার সত্যকার মঙ্গল চান, আশা করি, তঁরা সঙ্ঘবদ্ধভাবে এই ব্যাধির প্ৰতিকারে আত্মনিয়োগ করবেন। যারা মিথ্যার প্রচার ক’রে লাভবান হচ্ছেন, তাদের বিরুদ্ধে সত্যের প্রচার ক’রে তাদের লাভের বন্যায় ভঁাটা আনতে হ’বে। এ সব লোক ব্যক্তিগত স্বাৰ্থ ছাড়া আর কিছু