পাতা:ভূগোল সার.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
১৭
উত্তর হিন্দুস্থান।

  উত্তর হিন্দুস্থানের পশ্চিমসীমা কাশ্মীর দেশ এবং শত লজ্ অর্থাৎ শতদ্রুনদী, পূর্ব্বসীমা আসাম দেশ এবং ট্রিষ্টী অর্থাৎ তৃষ্ণানদী, উত্তরসীমা হিমালয় পর্ব্বত, এবং দক্ষিণ সীমা প্রকৃত হিন্দুস্থান।

 উত্তর হিন্দুস্থান নয় খণ্ডে বিভক্ত, যথা, কাশ্মীর, লাহোর, দোয়াব্ অর্থাৎ দ্বিআপদেশ,গারওয়াল, কামায়ুন, নেপাল, সিকিম,ভুটান অর্থাৎ ভোটদেশ, এবং আসামদেশ।

প্রকৃত হিন্দুস্থান।

 পূর্ব্বে লিখিত হইয়াছে যে হিন্দুস্থানের একাংশকে প্রকৃত হিন্দুস্থান বলা যায়, আকবর নামক বাদশাহ ঐ স্থানকে এই একাদশ প্রধান প্রদেশ রূপে বিভক্ত করিয়াছিলেন, যথা, লাহোর, মূলতান, গুজরাট্ অর্থাৎ গুজ্জররাষ্ট্র, রাজপুতনা, দিল্লী অর্থাৎ ইন্দ্রপ্রস্থ, আগরা, মালয়ার, আলাহাবাদ েইহার প্রাচীন নাম প্রয়াগ, অযোধ্যা, বেহার েইহার প্রাচীন নাম মগধদেশ, বঙ্গদেশ, কিন্তু এইক্ষণে ঐ সকল দেশের সীমার এবং পরিসরাদির অনেক পরিবর্ত্তন হইয়াছে।

দাক্ষিণাত্য হিন্দুস্থান।

  হিন্দুস্থানের অপরাংশ দাক্ষিণাত্য হিন্দুস্থান যাহা পূর্ব্বে লিখিত হইয়াছে, তাহা দশখণ্ডে বিভক্ত, যথা, আরঙ্গাবাদ,