পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় মুসলমান আমলে যাদব রাজবংশ দ্বাদশ শতাব্দীৰ শেষভাগে চালুক্যদের ধেমন পতন হইল, তেমনি সঙ্গে সঙ্গে যাদববংশীয় রাজদের উত্থান দেখা গেল । বহুকাল রিয়া ইগর রাষ্ট্রট ও কলাশের চালুক বংশীয় রাজার সমস্তুচিলেন। পরে চালুক্কারে দুর্বলতার হুযোগ স্বাধীনতা গ্রহণ করেন। বর্তমান নিজাম রাজ্যের উত্তরপশ্চিম কোনো গিলি লেটিনাম স্থা স্টে খনো বর্ণয়ের রাজধানী স্থাপন করিলেন। পূর্বেই বলিয়াছ, মহারাষ্ট্ৰীয় রাজাদের অনেকেই আপনাটিকে ঐকৃষ্ণ অর্থাৎ যার বংশধর বলিয়া পরিচয় দিতেন। রাষ্ট্রকূটগণও আপনাকে যদুকুশ জাত বলতেন; যাদবগণতে আপনার উপাধির মধ্যেই বংশপরিচয় থিয় রাখিয়াছিলেন। যারা ডিপ্লম চালুক্যদের সাম্রাজ একটু একটু করিয়া গ্রাস করিয়া দক্ষিণাপথে রীতিমত প্রবল হইয়া উঠিলেন। ওদিকে বর্তমান মহীশূরের নিকটে দ্বারসমূদ্রে রাজধানী স্থাপন করিয়া, হয়শাল-বল্লাল নামধারী বীরগণ ক্রমশঃ কুঞ্চ ও তুঙ্গভদ্র নদীর তীয় পৰ্য্যন্ত আপনাদের আধিপত্য বিস্তার করিয়া ফেলিলেন। ইহারাও যাদব বংশের একটি শাখা। প্রথমে ইহার চালুক ও