পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बहीब्रहे rs দুইটি বড় বড় দুর্গ নিশ্বিন্ত হইল। সৰ্ব্বত্র প্রজার স্বায় বুৰয় খাজনা নির্ধারণ ও আদায় করিবার ব্যবস্থা করা হইল। কিন্তু মন্দিরের জন্য বড় বড় ক্রফত্র দ্বান করা হইল। দেশের হিন্দুমুসলমান মোকণ্ডদার, দেশমুখ ও জায়গীরদারগণ একে একে আসিয়া নুনমনিকে নজরাণ দিতে আরম্ভ করিলেন। মৌলান আহমেদ ও র্তাহার পরিবারবর্গের প্রতি শিবাজী কোনরূপ অত্যাচার করেন নাই ; বরং আশাতিরিক্ত ভদ্র ব্যবহার করিয়া, উহাদিগকে প্রচুর পাথেয় দিয়া, রাজধানীর পথে রওনা করাইয়া দেন। মৌলান আহমেদের মুখে শিবাষ্ঠীর প্রচণ্ড ীেরাত্ম্যের কথা শুনিয়া, মোহাম্মদ আদিল শাহ ক্রোধে জ্বলিয়া উঠিলেন। শহীর নিশ্চয়ই ইহাতে গোপন সন্মতি আছে, ७३ दिाश झुन्छन उँहाहरु श्षाशा प्रति राित्र जका করিলেন। তখন শাহী অস্থায়ীভাবে কর্ণটি হুবার শাসনকরার কাং করিতেছিলেন। তিনি ইতঃপূৰ্ব্বে মুলতানকে লিখিয়া জানাইয়াছিলেন যে, শিবাজীর এই সকল বিদ্রোহজনক ব্যবহারের জন্য তিনি বিন্দুমাত্র দায়ী নহেন; ইচ্ছা করিলে, স্বলতান তাহার পুত্রকে দমন করিয়া যথাযোগ্য শাস্তি দিতে পারেন। এ কৈফিয়তে স্বলতান সস্তুষ্ট হইতে পারলেন না। তিনি বাজী ঘোড়ফোড়কে আদেশ পঠাইয় দিলেনশাহ জীকে কৌশলে বন্দী করিয়া বিজাপুরে পাঠাইবার জন্য। যোড় ফোড় কর্ণাটশাসনে শাহীর সহকৰ্ম্মী ও বন্ধু ছিলেন। তিনি একদিন শাহ গ্রীকে নিজ বাসায় নিমন্ত্রণ করিয়া আনিয়া,