পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৫১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in সম্পাদনা যুগান্তর চক্রবর্তী পাঠনির্দেশ “দিবা।বাত্রির কাব্য’র আদি পাণ্ডুলিপির মোট একচল্লিশটি পৃষ্ঠা, পাণ্ডুলিপির পৃষ্ঠাক্রম অনুযায়ী, মুদ্রিত হল। পাণ্ডুলিপিটি ধারাবাহিকতাহীন এবং স্পষ্টতই অসম্পূৰ্ণ- শুবুর অংশ ও মাঝে-মাঝে অনেক পাতাই পাওয়া যায়নি। ধারাবাহিক বা বিচ্ছিন্ন প্রতিটি অংশের ক্ষেত্রেই, মুদ্রিতপাঠের শুরুতে পাণ্ডুলিপির পৃষ্ঠাঙ্ক উল্লেখ করা হয়েছে। পাণ্ডুলিপির ২-সংখ্যক পৃষ্ঠা এবং ৫০-৫১ পৃষ্ঠার শেষাংশ, প্রচুর পাঠভেদ-সহ, প্রচলিত দিবারাত্রির কাব্য’র (লেখাপড়া সংস্করণ : ১৩৭৪) যথাক্ৰমে ১০৮-১৭১৯ এবং ৭০-৭৪ পৃষ্ঠার প্রাথমিক লিখন। বাকি পৃষ্ঠাগুলি উপন্যাসটিব আদি পাঠ। আদি পাণ্ডুলিপি শুবু হযেছে ৬৫-সংখ্যক পৃষ্ঠা থেকে। পাণ্ডুলিপিটি অতিশয় জীর্ণ-কোনো-কোনো ক্ষেত্রে এমনই জীর্ণ ও ছিন্নভিন্ন যে, পাঠোদ্ধার কঠিন। এবুপ তিনটি ক্ষেত্রে লাইন কয়েক উদ্ধার করা যায়নি। অন্যান্য কয়েকটি ক্ষেত্রে, কিছু-কিছু অস্পষ্ট বা বিলুপ্ত শব্দ, অনুমানের উপর নির্ভর করে, [ ] বন্ধনীর ভিতর দেওয়া হল। মুদ্রিত পাঠের বানান মূল পাণ্ডুলিপির অনুরূপ। শুধু অর্থবোধের সুবিধাব জন্য যতিবিন্যাসের কিছু-কিছু পরিবর্তন করা হয়েছে।