পাতা:রঙ্গমল্লী.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)\రిe রঙ্গমল্লী छूठा তা তো আমি বলতে পাবলাম্ নেই। গৃহিণী রাগে আমার সর্বশরীর জলে যাচ্ছে,—সৰ্ব্বশরীর জলে যাচ্ছে ঃ নিশ্চয় সেই পোড়ারমুখীর সঙ্গে দেখা করতে যাওয়া হয়েছে। ( ভূত্যের প্রতি ) তুই জানিস নে ? আমার সঙ্গে চালাকি ? বলবি নে ? বলবি নে ? বল শিগগীর, নইলে তোকে আস্ত রাখব না, এই ব’লে দিলুম। ভূত্য আজ্ঞে, আমি-আমার কি অপরাধ ? তা আপুনি যখন স্বধুচ্চেন—তখন আর ঢাক ঢাক গুড় গুড় ক’রে কি করব ? বাবু মশায় ওহানা ঠাকরুণের সঙ্গে সাক্ষাৎ করতেই গেছেন। গৃহিণী কি বল্লি ? ওহানা ঠাকরুণ ? ওহান কুকুর—বল—ওহানা কুকুর। দেখা করতে গেছে ?—গেছে ? অ্যা ? ভৃত্যু আজ্ঞে । গৃহিণী রাগে আমার চোখ দিয়ে—জল আসছে, আমার কাল্পী পাচ্ছে (ক্রনন )। ভূত্য তা তো’ হ’তেই পারে ; কান্না তো পেতেই পারে। গৃহিণী ( চোখ মুছিয়া) থাম তুই, তোকেও ঘা কতক দিতুম, যদি