পাতা:রঙ্গমল্লী.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আয়ুষ্মতী দারিদ্র্যে পীড়িত ; পরিত্যক্ত, অবজ্ঞাত , পঙ্গু যেন মৃত্যু-প্রতীক্ষায় । তারপর—সহসা পড়েছে মনে পুরঞ্জয়ে আজ । হেতু ? লিচ্ছবি দিয়েছে হানা দ্বারে । বিস্তৃত বর্জিত যেই সৌভাগ্যের মুখময় দিনে বিপদের দিনে হায় আসা কেন তাহার দুয়ারে ? ফিরে যাও ; ফিরে যাও ; রাখ দেশ পার যে উপায়ে । আর নয় ; পুবঞ্জয় তোমাদের কেহ নয় আর । কল্য, পুন, কন্ত মম আয়ুষ্মতী হবে পরিণীত আর্য্য আৰ্য্যধন সহ ; গৃহ মোর যাবে শূন্ত হ’য়ে ; আজ আমি তারে ছেড়ে কোনোখানে যাবনা বাহিরে ; কোনোমতে হবনা বাহির ; ধবংস হয়ে যায় যাক পুরী। cछाम्रैक বহুযুদ্ধে বহুবার দাড়ায়ে তোমার পাশে আমি যুঝিয়াছি, পুবঞ্জয় ! স্মরণ কি আছে মোরে ? পুরঞ্জর আছে । cछ;र्छक স্মর তবে একবার তোমার সে মৃত প্রেয়সীরে,— বৈশালীরে বালিত সে ভাল ; জন্ম তার এইখানে, এইখানে তব সনে পরিণয় তার, পুরঞ্জয় ; সে যদি থাকিত বেঁচে আজ, তবে সে কি অনুরোধ করিত না তব পাশে, জনমভূমির রক্ষা হেতু ? প্রিয় তার ছিল এই পুরী, এই সব অলি গলি গৃহ-অভিমুখী, আর, এই সব চির-পরিচিত