পাতা:রাঘব-বিজয় কাব্য.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সর্গ। মহাসুখে স্বধৰ্ম্ম আচরি’ ? এই নরদ্বয়, ভ্রাতৃদ্বয় কহ যারে, কপটীর বেশে, কপট সন্ন্যাসী সাজি, কহ, কোন্‌ বলে, কি সাহসে, ক্ষুঃ করে সদাচার সাধুসিদ্ধজনে ? স্বৰ্পণখ, নহে কি সে রাজভগ্নী রাজান্নপালিতা ? কোন দোষে দোষী স্বৰ্প ? বিগতযৌবনা স্বৰ্প, যদি স্বয়ম্বর যাচি বলেছিল কোন কথা ;– (ধিকৃতারে বরে নরকুলে ; তথাপিও নহে সে অন্তের কথা, তার অভিরুচি, )— যদি বলেছিল কোন কথা ; উত্তর কি তার অস্ত্রাঘাত ? রমণীর দেহে অস্ত্রব্যবহার । নাসিকাছেদন ! হয়, হেন মতে সহিব নীরবে আমি, সহিব বা কেন ? ঘোর অত্যাচার সহ রাজদ্রোহিভাব, নহে কি এ রক্ষেরাণি ? নাহি শাস্তি হেন দুৰ্ম্মতিরে, নিরস্ত পৌলস্ত্য বল রহিবে কেমনে, মনোদরি ? তুমিও বা সহিছ কেমনে, শুনিয়া এ অস্তদাহ ኟማ