পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নতুন পুতুল । రి ఏ বর এল ঘরের মধ্যে, বুড়ে বললে, “এ যে কিষণলাল ।” কিষণলাল বুড়োর পায়ের ধূলো নিয়ে বললে, “ই, আমি কিষণলাল ৷” বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে, “ভাই, একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে, আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে।” নাৎনী বুড়োর গলা ধরে তার কানে কানে বললে, “দাদা, তোমাকে সুদ্ধ।”