পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ख्षकूद्रांथां এখনই কি প্রয়োজন হইল অনুরাধা ভাবিয়া পাইল না। মুম্বুকণ্ঠে জিলাসা করিল, বিনোদদা কি কিছু করেচেন ? এখনো কিছু করেনি, কিন্তু সতর্ক হওয়া ত প্রয়োজন । তাকে ভালো লোক বলেই ত জানি । সত্যি জানেন, না, নিন্দে করবেন না বলেই ভালো বলচেন ? আমার ভালো-মন্দ বলার কি কিছু দাম আছে ? আছে বই কি । সে যে আপনাকেই প্রামাণ্য সাক্ষী মেনে বসেচে । অনুরাধ একটু ভাবিয়া বলিল, উনি ভালো লোকই বটে। শুধু একটু চোখ রাখবেন । নিজের অবহেলায় ভালো লোকও মন্দ হয়ে ওঠা অসম্ভব নয় । বিজয় কহিল, সতাই তাই। কারণ, অপরাধের হেতু খুজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয় । .* ছেলেকে উদ্দেশ করিয়া বলিল, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসীম পেয়ে গেছিল, নইলে এই বন-বাদাড়ের দেশে অৰ্দ্ধেক দিন না খেয়ে কাটাতে হতো। " অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনার কি এখানে খাবার কষ্ট হচ্চে ? বিজয় হাসিয়া বলিল, না, এমনিই বললুম। চিরকাল বিদেশে বিদেশে কাটিয়েচি, খাবার কষ্ট বড় গ্রাহ করিনে। বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানালার ফাক দিয়া দেখিল তাহার স্নান পৰ্য্যস্ত এখনো হয় নাই । চার এ-বাড়িতে আসিয়া একটা পুরাতন আরাম-কেদার। যোগাড় হইয়াছিল, বিকালের দিকে তাহারি দুই হাতলে পা ছড়াইয়া দিয়া বিজয় চোখ বুজিয়া চুরুট টানিতেছিল, কানে গেল—বাবুমশাই! চোখ মেলিয়া দেখিল, অনতিদূরে দাড়াইয়া এক বৃদ্ধ ভদ্রলোক তাহাকে সসম্মান সম্বোধন করিতেছে। বিজয় উঠিয়া বলিল। ভদ্রলোকের বয়স ষাটের উপরে গিয়াছে, কিন্তু দিব্য গোলগাল বেঁটে-খাটো শক্ত-সমর্থ দেহ। গোক পাকিয়া শাম্বা হইয়াছে, কিন্তু মাথার প্রশস্ত টাকের আশে-পাশের চুলগুলি » ፃፃ ها به سه د: