পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১০৬ সৰ্ব্ব অগ্রে প্রেমদাসী, অধরে মধুর হাসি, রাশি রাশি অলঙ্কার গায় ৷ সম্প্রতি হয়েছে সতী, ধৰ্ম্মে ফিরিয়াছে মতুি, ছাড়িয়াছে বেশ্যার ব্যবসা । হরিদাস গুরু তার, ভবার্ণবে কর্ণধার, ভেক দিয়া দিয়াছে ভরস। ॥ তিন মাসে তিন পতি বদল করেছে সতী, আবার নূতনে তাকিঞ্চন । জুটেছে চতুর্থ পাত্র, গুরুর ইঙ্গিত মাত্র, হইবে কঠির আয়োজন। আগামী দাদনী পূজা, আনিয়াছে বোঝা বোঝা, সুবর্ণের পাচ সিকা সহ । গুরুর অবস্থা দেখি, হেট মুখে বিধুমুখী, অভিমানে যুড়িল কলহ ॥ হা-দেহে গোস্বামী রাজ, কি খেদে সন্ন্যাসী সাজ, কিসে কবে পেলে অনাদর । আতর চন্দন চুয়া, পমেটম পান গুয়া, লুচি পুবি, পুরিয়৷ উদর ॥ করি মোরে সেবা দালী, হলে যবে তীর্থবাণী, ভাগবৎ লীলা শিক্ষা দিলে । এ -তবে কি পালা প্ৰভু ! কাণে শুনি নাই কভু, বিনা মানে যোগী কেন হলে ৷