পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১২৩ ) রাগভরে প্রেমদাস জুড়িল চিৎকার । অকস্মাৎ বজ্রাঘাৎ যেন গিরিবক্ষে । সশঙ্কিত নরনারী শিরখে গবাক্ষে ॥ আড়ষ্ট হইয়। শিশু গলা ধরে মা’র । পত্র কণ্ঠধ্বনি শুনি জননী হাজির । র্তার মত রত্ন গর্ভা কে'কবে ধরায় । নিশ্চিন্ত হইয়া একদণ্ড নিদ্রা যায় ॥ জীয়ন্তে যম-যাতন। কুপুত্র নারীর ॥ বুড়ী জানে ছরিদাস কেটেছে কাঠাল । প্রেমদাস সে সম্বাদ কিছুই জানেনা । চোরে লইয়াছে তার মনেতে ধারণা ॥ মাগার কথার দোষে বাধিল জঞ্জাল ॥ বুড়ী বলে হরি তো কাঠাল কাটে নাই । নিয়ে গেল নেট। সেটা কিনে ছিল হাটে । দেখিতে সমান দুটী গাছপাকা বটে ॥ শোধিতে বাপার ধার গেল তার ঠাই ॥ রাধাকান্ত টের পেলে ঘটিব প্রমাদ । ফাকে ফাঁকে গুপ্ত পথে তাই ভোরে গেল । প্রাণের দায়েতে পূজা মানসিক ছিল । পর দেবতার ঋণ বড় অপবাদ ।