পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , , ) ইহা ছাড়া তারে বীর অাছে তলে তলে । গায়ে ঢাকা নামাবলি মুরলী বগলে । সমাজের বাকী লোক দুভাগে বিভক্ত । অকৰ্ম্মণ্য গুলা নাকি মনু অনুরক্ত ॥ স্বার্থবাগীসের দল শ্রেষ্ঠ অন্য ভাগে । যে দিকে লাভের অঙ্ক সেই দিকে লাগে । সিয়ান চতুর এরা মান্য সৰ্ব্ব ঠাই । ন। পারেন হেন কৰ্ম্ম পৃথিবীতে নাই ॥ রাজ-দরবারে এর বিপদে স্বহায় । যাচিয়া নিজের মাথা দেয় পর-দায় { নন্দী ভাবে অস্বেষণে বৃথা কেন কষ্ট । ধৰ্ম্ম পথে ব্রাহ্মণের নমুনা যথেষ্ট ॥ এ-হেন ব্রাহ্মণ যথা দেন নীতি শিক্ষণ । কি কাজ তথায় অণর বিশেষ পরীক্ষণ ॥ বাম দিকে ইতর জাতির বসবাস । সম্মুখেতে মাঠ পথে চলে শিব দাস ॥ মাথায় ধানের বোঝা বলিষ্ঠ শরীর । আসিতেছে মাঠ হতে কৃষক আtভীর ীি কিজানি কিরাগে রবি আমি অবতার । নিদ ঘে মধ্যাক্কে দগ্ধ করেন সংসার ॥ শুকায় গায়ের রক্ত বসুমতী ক্ষীণ । ভয়ে জড়সড় বায় গতি শক্তি হীন ॥