পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ১৮ ) এ কেমন ঘুম ভাই তাধ তাখি মিলে । তারা দুটো উদ্ধ দিকে উঠিতেছে ঠেলে ৷ উত্তর দিল ন। গোপ রাখালের ডাকে । নিশ্বাস পরীক্ষণ করে হাত দিয়া নাকে ॥ ওষ্ঠ নড়িতেছে দেখি, জল দিল আনি । মৃদু রবে বলে গোপ শিব শিব বাণী ॥ শির নামে শিশু এক গোপন চরায় । রাখালের ভাবে বুঝি তাহাকেই চায় ॥ “ডেকে আনি তারে” বলি কেহ যায় ছুটে । ধরাধরি করিতে তাপনি গোপ উঠে | ভাঙ্গিল পরম ধ ন হইল চঞ্চল । কোথা বাপ। কই বাপ। বলিয়। পাগল ॥ কোথারে । রাখাল বাপ ! লুকা ও না তার । কারে তাঘ্য দি স তোর। দেখা একবার । এইতো ছিলেন তিনি চক্ষের উপর । নয়ন মেলিতে কেন হলেন তা স্তর ॥ মিথ্যা অপবাদ শুনে শঙ্কিত রণ খাল । বলে, বাপু ! মিছে কেন বাধাও জঞ্জাল ॥ জনমে জানিনে মোরা আর্য্য করে বলে । স্বপনে দেখিনে কভু বাপ নামে ছেলে । আমরা কজন জুটে গোধন চরাই । পাথরে ভানিয়। ধান ভাগ করে থাই ॥