পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१ ) রাজা রাজ সিংহাসনে, পাত্র মিত্র মন্ত্রি সনে, রাজ কাৰ্য্য করে আলোচনা । বুঝি শুভ অবসর, হটু দত্ত অগ্রসর, কে দে কয় প্রাণের যাতন ॥ যায় যাকৃ ঘর বাড়ী, যাব তব রাজ্য ছড়ি, ধন কড়ি করিনে প্রয়াস । মরি মরি মহা কষ্ট, ধৰ্ম্ম কৰ্ম্ম হ’ল ভ্ৰষ্ট, গোয়ালা করিল জাতি নাশ ॥ ফাট নোড়া ছিল মাঠে, তিন ঠাই গেছে চটে, রাখাল কুটিত তায় ধান। তাকেই দেবতা বলে, মুকুন্দ এনেছে তুলে, ঘোর ঘটা পূজার বিধান ॥ ভুলিয়ে তাহার বোলে, এসে সব মেয়ে ছেলে, বেটা, বলে পেয়েছি স্বপনে । কি জানি কি ভেস্কি জানে, কত লোক পূজা মানে, কেহ হত্যা দেয় ধরাসনে ॥ ব্রাহ্মণের বৃত্তি গেল, গোয়ালা পূজারি হল, কালে কালে দেখিব বা কত । দেবত্ব থাকিত যদি, সদ্য হত মহাব্যাধি, কলিতে দেবতা নিদ্রাগত ॥ হেন ঘোর অত্যাচারে, রাজ্য যায় ছারেখারে, আমরা মরিলে ক্ষতি নাই ।