পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৭ ) প্রতীবেশী রাধাকান্ত রাধারাণী সহ । সদণলাপে শান্তি সুখে রবে তাহরহ ॥ মা, যদি আসেন সঙ্গে হয় তার দয়া । চিনি তারে তিনি কাত্যায়ণী মহামায়া । ভক্তিভাবে নিত্য র্তার যোগাইবো পূজা । প্রাণভরি নয়নে দেখিবো দশ ভূজা ॥ সেবার হবেনা ক্রটি কহিলাম সত্য । তবে কিনা ঘটিবেন। পশু বলি নিত্য ॥ যদি যুদ্ধ বাধে পাই মোগল বিপক্ষ । স্বহস্তেতে নর-বলি দিবো লক্ষ লক্ষ ॥ চপাল রাজন গোণে, ভবিল সম্মতি মৌনে, আজ্ঞ। দিল উঠা ও ঠাকুর । লইয়। কোদালি বোড়া, লেগে গেল শত কোড়া, চারি দিকে খুড়িল প্রচুর ॥ গহবর হলো গভীর, ভূপতির চক্ষু শুির, দেখিতে ন পায় লিঙ্গ মূল । যতই উঠায় মাটি, পাতা লেতে পরিপাটি, ততই দেখিল অঙ্গ ভুল ॥ জল দেখি কোড়। ভাগে, ভুপতি আপনি লাগে, ভক্তি ঈর্ষা বিষম বালাই । ভাষিয়া নয়ন জলে, বড় অভিমানে বলে, পক্ষপাৎ কিহেতু গোশাএী ॥ ( 8 )