পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 85 ). নান স্তানে নানা জনে, হত্য দেয় অনশনে, ভক্তিভাবে গড়াগড়ি যায় । দুই দিনে কেহ উঠে, যত্নে লয়ে করপুটে, স্বপ্ন-দত্ত নিধি যাহা পায় ॥ হত্যা দেন রাজরাণী, পাশ্বে তার কাঙ্গালিনী, সংবাদ ন! জানে কেহ কার । কেহ নাই মধ্যবর্তী, কারো নাই প্রতিপত্তি, ধন্য রে বাপরি দরবার ॥ নিরাশ না হয় প্রায়, হাস্য মুখে ফিরে যায় । মরি কিব। দয়ার সাগর । কেবল ভক্তির কেনা, কঠে পঙ্গু নাহি मेन, পাপী তাপী কেহ নহে পর ॥ জীর্ণ শীর্ণ ক্লিষ্টকায়, অধিকাংশ দেখা যায়, রোগীর দেবতা ভক্তি বেশী । দৈবে এক দিন দেখি, কুলবর্তী শশী মুখী, মাতু সহ উপনীত তালি ৷ ভক্তি ভাবে স্নান করি, বাপার চরণ স্মরি, মন্দগতি শ্রীমন্দিরে যায় । করিয়া শত প্রণতি, সজল তাঞ্চল পাতি, ভক্তি মতি পতিতা ধরায় ॥ ষোড়শী সুবর্ণলতা, রূপে তালে। পতিব্রতা, মানসে ধরিয়া তীচরণ ।