পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( to ) পাপিনীর পায়ে ধোরে, কুমার বিনয় স্বরে, বলে, ক্ষান্ত হও গো জননী । বলোনা হেন কু-বাণী, দয়াল ত্রিশূল পাণী, পরিচয় অামি বেশ জগনি ॥ আশুতোষ মৃত্যুঞ্জয়, দীনহীনে দয়াময় বিধির বিধাতা বিশ্ব সার । চৌদিকে ফিরিয়া চাও, যা কিছু দেখিতে পাও, সকলি বিভূতি মাত্র তার ॥ র্তার আজ্ঞ। ধরি শিরে, রবি শশী ঘুরে ফিরে, র্তার খেয়ে বঁাচে ত্রি-সংসার । আশুতোষ তিনি গে। মা, সৰ্ব্ব দোষে দেন ক্ষমা, পাপী যদি ডাকে একবার ॥ t মজিয়া যৌবন মদে, ডুবিনু পাপের হ্রদে, কোনূ আশা ছিল-মা ! আমার ? এহেন দয়াল প্রভূ, কে কোথা দেখেছে কভু, অযাচকে করিতে উদ্ধার ॥ সদা মত্ত মদ্য পানে, বেশ্যাসনে একাসনে, দিবানিশি আহার বিহার । কেবল পশুর মত, করেছি কুকৰ্ম্ম কত, খাদ্যাখাদ্য ছিলনা বিচার ॥ ভুলিয়া গায়ত্রী দীক্ষা, প্রেত মন্ত্র করি শিক্ষণ । করিলাম পিশাচ আচার ।