পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( «ы” ) সিহরি, বলিল সতী, সজল নয়নে । ক্ষমা কর বিশ্বনাথ ; মতিহীন জনে । তথাপি আমার দেব । চৈতন্য হলেন । হায় পাপ প্রাণ কেন তখনি গেল না ॥ কি বলি মাগিবো ক্ষমা আজি তব পায় । তাই বলি নাহি দেব ; আমার উপায় ॥ যাচিয়া মার্জন করা তোমার অভ্যাস । কিন্তু প্রভু ; তাতে নাই আমার প্রয়াস । ঘুণ লজ্জা অনুতাপে তনু জ্বলে যায় । মুখ দেখাইতে ইচ্ছা হয় না তোমায় ॥ দোষ অনুরূপ দং৪ দেও গুণনিধি । করিবে। নরক ভোগ যথ। শাস্ত্রবিধি | বিশেষতঃ তব রূপা অব্যর্থ অক্ষয় । সৰ্ব্ব সুখী হয় নর ঘুচে ভব ভয় ॥ আমারে করিলে কৃপা সে যশ রবে না । যেহেতু অভাগা ভাগ্যে সে মুখ হবে না । জীবনের সার নিধি পত্নী পতিব্ৰত। । অস্তরে অস্তরে এক সুত্রে ছিল গাথা ॥ হায় যবে মদ গৰ্ব্বে ছিলাম মাতাল । ছিড়িয়া লইল তীরে নিদারূণ কাল ॥ ইহ পরকালে দেখা পাইবে না অার । মরিলে ফিরেন। জীব নিয়ম ধাতার ॥