পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( دوه ) কার্ষ্য দেখে কারণের খোজ নিতে চায় রে ! খুজিয়া না পেলে হায়, হাসিয়া উড়ায় রে । কোন বা কীটানুকীট ইহার। ধরায় রে : শিখে দুটো ইট মিট স্বৰ্গ মৰ্ত্ত্য চায় রে । এই তো লোহার তারে বার্তা চলে যায় রে । কজন বুঝিতে পারে কারণ কি তায় রে ! তা বলে কি মিথ্যা হয় সংবাদ যা পায় রে ! তাইতে সাধক পূজে অব্যক্ত রূপায় রে । বুঝে না জ্যেঠামী করে, অঙ্গ জ্বলে যায় রে । উড়ায় দশন ষড়, মুখের কথায় রে ! গরুড়ী জানে না কিন্তু তক্ষকে ঘাটায় রে ! অবোধ অজ্ঞান ভুলে মণির ছটায় রে ! ভারতে শিশুর মাথা, এইরূপে খায় রে ! রলা তল যায় দেশ এদের জ্বালায় রে ! এখনো সময় আছে, আয় ছুটে আয় রে । দেখ এসে দয়াময় পাতকী তরণয় রে । তারো কি সংশয় অাছে বলে যা তামায় রে | রূপাসিন্ধু কল্পতরু থাকিতে স্বহায় রে । নাস্তিকতা ঘোর মরূ কেন চায় হায় রে ! এই মত বহুতর প্রলাপের পরে । স্থির চক্ষে যুবক নিরখে মহেশ্বরে ॥ ( ૦ )