পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १० ) হাতে পায়ে ধরি করে কাকুতি মিনতি । তাপনি করুন কৃপা দুঃখিনীর প্রতি ॥ ধূৰ্ত্ত বলে দেহ তবে সামান্য দক্ষিণ । হয় না বাপণর পূজা রূপ। সোণা বিনা f ছুইন শূদ্রের দান আমি ব্রহ্মচারী । বাপারে না দিলে কিছু পাপ হবে ভারি ॥ মাগী বলে, এ-কি কথা কিসের দক্ষিণ । পূজ। দিতে টাকা লাগে অাগে তা জানিন। । অঞ্চলে সৰ্ব্বস্ব ধন দু-আনিট ছিল । পায়ে ফেলে দিয়া তারে র্কাদিয়া বলিল ॥ বাপার দোহাই দেব কিছু নাই আর । এই নিয়ে দুঃখিনীরে করহ উদ্ধার ॥ মহা কোপে ধুৰ্ত্তরাজ দেয় গালাগালি । টাক। যদি নাই কেন অামারে মজালি | ঠেকিনু বাপার কোপে আমি তোর জন্য । হয় টাকা অান নয় দিবো শাপ মন ॥ বিনা দানে যেতে চাও মথুরার পার । তিন দিনে তিন বেটা মরিবে তোমার ॥ মানসিক দুগ্ধ তোর ফেলে দিবো জলে । ভূত প্রেত খাবে তোর ব্রহ্ম-রন্ধ খুলে ৷ যদ্যপি মঙ্গল চাও ঘরে ফিরে যাও । ঘটি বাটি বাধা দিয়া, আন যাহা পাও ৷