পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( १८ ) দ্বিগুণ জ্বলিয়ামাগী বলে বাগ ভরে । পিপীড়ার পাখা উঠে মরিবার তরে ॥ মৃত্যুকালে মতিচ্ছন্ন ঘটিল তোমার । মুযোগ করিলে নষ্ট করি অহঙ্কার ॥ উপবাসে মৃত্যু যদি ঘটিতে তোমার । দেখিয়া অবশ্য দয়া হইতে! বাপার ॥ শঙ্কায় শমন দূত পলাইতো ত্ৰাশে । শিবের কিঙ্কর সহ যাইতে কৈলাসে ॥ দ্বিজ কন, ভাল বরং খাইয়া মরণ । শঙ্কটে লবো না কভু ক্ষেপার শরণ ॥ হাস্য মুখে কলসী তুলিয়া দ্বিজরাজ । গেলাসে ঢালিয়া শীঘ্ৰ সারিলেন কাজ ॥ নিমেষে গোরস শেষ উঠিল উদগীর । মাগী ভাবে রক্ত বমি হইবে এবার ॥ নিরাশ হইয়া দেয় বাপার দোহাই । ভয় এই, এখানে কেহই সাক্ষী নাই ॥ কলসী কাড়িয়া দুগ্ধ করিয়াছে পান । কেমনে একথা তবে হইবে প্রমাণ ॥ করাঘাত করে বক্ষে ভূমিতলে লুটে । ব্রাহ্মণ প্রবোধ দিলে তারো জ্বলে উঠে ॥ “বাপা বাপা’ বলি শেষে জুড়িল চিৎকার । স্বচক্ষে দেখেন তিনি এই ইচ্ছা তার ॥