পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- কৰি মিন্ডল মিলটন এখানে ছয় বৎসর কাল নিশ্চিন্ত মনে পড়াশুনা ও কাব্য চর্চা করিয়াছিলেন। মিলটনের পিতার ইচ্ছা ছিল তাহার পুত্র ধৰ্ম্মযাজকের পদ গ্রহণ করেন, এজন্য উপযুক্ত এই ঘরে বসিয়া মিণ্টন র্তাহার বিখ্যাত কাব্য Paradise Lost sofotton শিক্ষালাভ করিবার জন্য তিনি তাহাকে কেন্থিজে পাঠাইয়াছিলেন কিন্তু কিছু দিন পরে মিলটন ধৰ্ম্মযাজকের পদগ্রহণ না করাই স্থির করেন । কোন ব্যবসায় অবলম্বন করিবার দিকেই তাহার তেমন ঝোক দেখা গেল না। আপনার মনে অধায়ন করিয়া ও নৈতিক রীতিনীতির মধ্যে আবদ্ধ থাকিয়া আপনাকে সংযত ও চিন্তাশীল করিয়া তুলিতে লাগিলেন। মিন্টনের কাছে পৃথিবী ছিল বিচিত্র দর্শন। নীল আকাশ, মেঘের শোভা, বসন্তের ফুল, ফল ও শোভা সম্পদ সকলই নিত্যনূতন উৎসাহ ও উদ্দীপনা দ্বারা কবিকে র্তাহার কাব্য রচনায় উদ্বোধিত করিয়াছিল। ०७०२ शृं?ाक श३८ङ s७०५ शूछेाझ *ारीख তিনি তাহার পিতার সহিত ILortonএ বাস করেন। এই ছয় বৎসরের মধ্যে তিনি অনেকগুলি কবিতা লেখেন লে সকলের Rt*I L'Allegro, II l'enseroso, Arcades, Comus sz: Lycidas zręfs প্রধান । ১৬৩৮ খৃষ্টাব্দে তিনি কিছুদিনের জন্য দেশ ভ্রমণে লাহির হইয়াছিলেন এবং ইতালি, হুইটজারল্যাণ্ড এবং ফ্রান্সে বেড়াইয়া ছিলেন। দেশে ফিরিয়া আসিয়া তিনি স্থায়ীভাবে লণ্ডনে বাস করিতে থাকেন। এ সময়ে রিচার্ড পাওয়েল ( ltichard Towell ) নামে একজন ভদ্রলোকের জ্যেষ্ঠ কন্যা মেরীকে ( Mary ) তিনি বিবাহ করেন। বিবাহের একমাস পরেই মেরি তাহাকে ছাডিয়৷ চলিয়া যান কিন্তু কিছুকাল পরে আসিয়া আধার তাহার সঙ্গে বাস করিতে থাকেন কিন্তু অল্প কয়েক বৎসর পরেই মেরীর মৃত্যু হয়। Lyeidas প্রকাশিত হইবার পর কবি ১৬৩৮ খৃষ্টাব্দের বসন্তকালে ইতালি ভ্রমণ করিতে গিয়াছিলেন। একথা পূৰ্ব্বেই বলিয়াছি। ইংরেজ কবিদের মধ্যে

  • Iाद्रौ नश्रद्रद्र नप्राश्न दrद्धि**ic१द्र नसांप्री মিন্টন তাহার রচিত কবিতা পড়িতেছেন

অনেকেই—চসার (Chaucer ) হইতে সেলি (Shelley) সকলেই ইতালি হইতে নূতন প্রেরণা আনিয়াছিলেন। মিল্টন প্রায় দেড়বৎসর (পনেরোমাস ) বিদেশে ছিলেন।

  • న ఆt

- : - i