পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حمسممامه 3farestهـ فيهمf তোমাকে অামি আশ্রয় দিলে আমারও ক্ষতি-হবে । তুমি এখনি পথ দেখ । लङ५ । *थ ऊ ८लय नर्गारु श्राzछ्झे, sाझे ! রাজগুহ হতে তোমার আশায় এতদূর এলাম, সঙ্গে লঙ্গেই বিদায় হব ? অামার পত্নী ধৰ্ম্মশালায় রয়েছেন। আমাদের ছুদিন খাওয়া হয় নি । পিচিয় । খাওয়া হয়নি ত আমি কি করিব ? আচ্ছা, এক আঢ়ি ক্ষুদ দিচ্ছি, তাই নিয়ে বিদায় হs ; এদিকে আর এগ না । শঙ্খ একবার ভাবিলেন, ক্ষুদ লইতে অসম্মতি প্রকাশ করেন, কিন্তু কি ভাবিয়া ক্ষুদ লইয়া ধৰ্ম্মশালায় ফিরিয়া গেলেন। পত্নী এ সংবাদ শুনিয়া কঁাদিতে লাগিলেন – ক্ষুদ গুলি রাগিয়। ছড়াইয়া ফেলিলেন । ত হার ক্ৰন্দন শুনিয়া শস্থের পূৰ্ব্বতন দাস এক জন সেখানে উপস্থিত হইল । সে বলিল, “ম, কঁদবেন না। ভয় কি ? আমুন অামার গুহে, আমি গরীব বটে, কিন্তু আমরা আপনার পুরাণে দাস যারা অাছি সকলে মিলে আপনাদের ভার নেব।” রাজগুহের শ্রেষ্ঠরাজ তখন পত্নীকে সঙ্গে লইয়া দাস গুহে উপস্থিত হইলেন । দাস দাসীরা সকলে মিলিয়া তাছার সেবা পরিচর্যা করিতে লাগিল । তাহারা ইহাতেও তুষ্ট হইল না। দল বঁধিয়া রাজার নিকট পিলিয়ের বিরুদ্ধে নালিশ করিল। রাজা দুইজন শ্রেষ্ঠীকেই রাজসভায় তলব দিলেন এবং চক্ষু রক্তবর্ণ করিয়া দুই বন্ধুর মধ্যে পরস্পরে কিরূপ ব্যবহার করিয়াছে, জিজ্ঞাস। করিলেন । পিলিয় যে শঙ্খের সব্বস্বের অন্ধেক পাইয়াছেন, তাহা তাহাকে স্বীকার করিতে হইল । তখন রাজা বিচার করিয়া আমাতাদের বলিলেন, "এত বড় অকৃতজ্ঞ পাৰও মামার নগরে যদি বাস করে, তবে রাজ্যের অমঙ্গল হবে ; আমারও রাঙ্গাশাসনের গৌরব রক্ষিত হবে না । ঐ পাষণ্ড যদি ধনকুবের হয়ে সবার সম্মান লাভ করতে থাকে, তাহলে বড়ই অনাচার হবে। ন্যায়ের চোখে ইহা অতি অশোভনও হবে। এই জঙ্ক আমি আদেশ করছি, তোমরা পিলিয়ের সৰ্ব্বস্ব কেড়ে নিয়ে শস্থ শ্রেষ্টীকে দান কর—যাতে শঙ্খ বণিক স্বচ্ছন্দে কাল কাটাতে পারে, যাতে আমার রাজো দ্যায়ের মর্যাদা রক্ষা পায় । মহাপ্রেত কিনা সৰ্ব্বশ্বের অৰ্দ্ধেকের বদলে এক অঢ়ি ক্ষুদ দেয় । শঙ্খ বলিলেন, “প্রভু, আমার বন্ধুর সব্বস্বে কাজ নেই, আমি দত্ত ধন কিছুতেই ফিরে নেব না। আমি


טאסיל আর ধনকুবের হতে চাই না। ধলে যে কোন স্থখ নেই, তা আমি বুঝেছি। বন্ধু আমার সকল সম্পত্তি ভোগ করুক, কোন আপত্তি নেই । আমি তার কাছে সম্পদ চাইনি—অামি চেয়েছিলুম একটু •५।८ग्न ७ झुभू८४ा भन्न ।” রাজা বলিলেন, “ধন্ত ধন্ত মহাশ্রেষ্ঠ শখ। আপনার মত আদশ মহাপুরুষ আমার বারাণসীর অধিবাসী হ’য়ে থাকবে, এতেই আমি ধন্ত হলাম। তাই হবে - মাপনার যাতে মুখে শ্বচ্ছলো নিৰ্ভাবনায় চলে যায়, তাহ করছি । কিন্তু ঐ পাষও পিলিয়কে আমি ধন সম্ভোগ করতে দেব না। ঐ মহাপ্রেত ৯া"|"= 幡 劃 ||| 를 풀 !, - . .Yo's & - -- -. * / r- * N y - r. - 1. * - w WA KI' %ހަ 洛和T@马丕之W*

  • 7. T تیۓ۔ \ }) | ro

/s \ \ البيئيات প্রভু, আমার বন্ধুর সর্বশ্বে কাজ নেই । অগাধ সম্পত্তি ভোগ করলে রাজ্যের অমঙ্গল হবে। আর ওর সব সম্পত্তি পুণ্য কন্মে ও দুঃখিজনগণের প্রতিপালনে বায়ু করব। আপনি যে অবস্থায় থাকবেন, পিলিয়কে ঠিক সেই অবস্থায় রাখব।” এই বলিয়া ব্ৰহ্মদত্ত আমাতাগণকে সেইরূপ ব্যবস্থা করিতে আদেশ দিলেন—আর যে ভূতাগণ শঙ্খকে আশ্রয় দিয়াছিল, তাহাদিগকে প্রচুর ধনরত্ন দান করিলেন। ---