পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S९२ শ্রীচৈতন্ত্যমঙ্গল সকল লোকে ভীত হইয়া চতুর্দিকে পলাইতে আরম্ভ করিগে নিজ নৃসিংহ ভাবাবেশ সংবরণ কবেন । অন্য একদিন এক শিবভক্ত শিলগুণগান কপিতে আরম্ভ করিলে, গৌরসুন্দল স্বীয় ভক্ত শিবের গুণকীৰ্ত্তন শুনিয। অতীব হৃষ্ট হঠয়া ত, তার স্বন্ধের উপর আরোহণ পূর্বক শিপাপেশে নৃত্যু করেন । অপর একদিবস এক ব্রাহ্মণ শ্ৰীমন্মহাপ্রভৃপ চরণ স্পর্শ কবীয় শ্ৰীমন্মহাপ্ৰভু অতীব গু:পিত হইয় গঙ্গায় ঝম্প প্রদান করিলে, ভক্তগণ পরিয়া তাহীকে তীরে উত্তোলন করেন এবং নানা প্রকার স্তব স্থতি দ্বীপ। শ্ৰীমন্মতাপ্রভূর সন্তোষ পিান করেন । পরে শ্ৰীমন্মহাপ্রভুর “চুপ্প ভ মনুষ্য-জন্ম প্রাপ্ত হইয়া সকলেরই হরিভজন করা কর্তৃপ্য, ভজন বিনা মনুষ্য-দেহBBBB BBBB BBBB BBBS B LLLLS BSBBB BBB পূৰ্ব্বক মুকুন্দকে আমিশন প্রদান, মুী দেশ নিজ দৈত্য-স্থাপন, নিজগুগপদ্ধপ প্রকাশ, ঐবাস পণ্ডিত কর্তৃক গঙ্গাঙ্গণে । অভিলেক, অদ্বৈত অ!চধ্য-প্রমুখ ভ ও গণসঙ্গে দে৭ামসગાર્ડ્ઝન 4 છૂ. 5 સર્વેિ 8 ટકેશ14જી ( કાનજીન હાન્ન F1ન ૮નોઃগুণ কীৰ্ত্তন করিগা সপঞ্জিলিকে গৌর ৬জন উপদেশ করিয়াছেন । 4. ধনশী—লাগ । প্ৰভু রে দ্বিজৰ্চাদ ॥ জগৎ-উদ্ধার লাগি পাতে নন। ফাদ ॥অীরে হয়৷ গদাধর, গৌরাঙ্গ, নরহরি জয় জয় । শুনিলে গৌরাঙ্গ-গুণ প্রেম লভ্য হয় ৷ ১ ৷ তার-দিনে আর অপরূপ কথ। শুন । নবদ্বীপে প্রকাশ পরম মহাধন ॥ ২ ॥ নিজগৃহে বান্ধব সহিতে আছে পন্থ । প্রকাশয়ে বদনকমলে কথা লম্ব ॥ ৩ ॥ অমিয়ালদীর ধারা বহে তামিলার । সিনাইল ভকত—লেকত মাতোয়াল ॥৪ ॥ এইমনে আছে পহু আনন্দ-কৌতুকে। আচম্বিতে তাইল তথ। এক ভিক্ষুকে ॥৫ ॥ বনমালী নাম ভার—সূত্র এক সঙ্গে । বিপ্রকুলে জন্ম—বৈসে পূৰ্ব্বদেশবঙ্গে ॥৬ ॥ দেখিল ত বিশ্বম্ভর ভকতবেষ্টিত। পুত্রের সহিত বিপ্র ভেল আনন্দিত ॥ ৭ ॥। পুত্রের সহিত বিপ্র অনুমান করে। কহিতে না পারে—কণ্ঠ গদগদম্বরে ॥৮ ॥ ভালই হইল—আমি ভৈগেলু দরিদ্র। দরিদ্র লাগিয়া আইলু–ভৈগেলু পবিত্ৰ ॥৯ নিশ্চয় জানিলু বিশ্বম্ভর ভগবান। অনুভবে জানিলু এ কভু নহে আন ॥ ১০ ॥ জনম সফল আজি ভেল হেল বালি । দেখিলু মে বিশ্বস্তর গৌর গুণরাশি ॥১১ ॥ দেখিতে নয়ান হিয়া জুড়াইল আমার। নিভাইল দুরন্ত দারিদ্র্য-জালা ছার ॥ ১২ অমিয়-আহারে যেন সন্তে{ষ অন্তর । গৌরচন্দ্র দেখিয় সিঞ্চিভ কলেবর ॥ ১৩ ॥ তলে গেীর ভগবান দেখিয় তাহারে। করুণময়ানে চাহে ব্রাহ্মণ-র্দোহারে ॥ ১৪৷৷ সুখে হরিগুণ গায় সে দেহের সনে । প্রভুর প্রসাদে তারা পাইল প্রেমপনে ॥ ১৫ ॥ আনন্দে নাচয়ে বিপ্র –নাচে তার পুত্র। তিলেকে ঘুচিল তার এ সংসারসূত্র। ১৬ ॥ হেন মহাপ্রভু গোর করুণার সিন্ধু। ইহর অধিক আর নাহি দানবন্ধু ॥ ১৭ ॥ তার-পর-দিন প্রভু সংকীৰ্ত্তন-মাঝে । নাচয়ে ঠাকুর বিশ্বম্ভর নটরাজে ॥ ১৮ ॥ হেনকালে সে দুই ব্রাহ্মণ আচম্বিত । দেখিল বালক এক—চিত চমকিত ॥ ১৯ ॥ গৌরশরীরে প্রভু ভেল শ্যামতনু । কটিপীতপট শোভে—করে বর-বেণু ॥ ২০ ॥ ময়ূর পাখার চুড়া ঘন উড়ে বায়। সেইরূপ দেখি” যত অনুগত গায় ॥ ২১ ॥ রাধামঙ্গে বৃন্দাবলে বিপিনের মাঝে । দেখিলেন শ্যামতনু লটবররাজে ॥ ২২ ॥ যমুনা তথাই দেখে গোবৰ্দ্ধনগিরি। বহুলা, ভাণ্ডার, মধুবন আদি করি ॥ ২৩ ॥