পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষখণ্ড ন হৈল জাঙ্গাল সাহা, তু:খ রহিল হিয়ায়, মনে মনে করে অনুতাপ । (কানাইর) নাটুগাল পর্য্যন্ত, হইল জঙ্গল অন্ত, সন্ন্যাসীর বৈকুণ্ঠ হৈল লাভ ॥২০ এ কথা আছিল চিতে, চলে প্রভু আচম্বিতে, না জানি কোথারে চলি’ যায় । ক্রমে ক্রমে চলি যাইতে, কানাইর নাটুগাল হৈতে, পুনঃ লেউটিলা গোরারায় ॥২১ এ কথ| বেকত নহে, পরমানন্দপুরী কহে, কহ প্ৰভু ইহার কারণ। আছে পান্ত মত কথা, তাহারে কহিল তথা, মনঃ-কথ। সিদ্ধির কারণ ॥১২৷ পুরুষোত্তম-অাদি তান্ত, ম রণপুরী পর্য্যন্ত, সূর্ণ মণি মণিক্যে দিল আগলি । সন্ন্যাসীর এমন হিয়, এ মোর জাঙ্গাল দিয়া, চলি’ যালে গোরা বনমালী ॥১৩ শুন শুন সৰ্ব্বজন, সাবধানে দিয়া মন, ঔীগেরাটদের পরকাশ । মনঃকথা নৃসিংহানন্দ, সিদ্ধ কৈল গৌরচন্দ্র, গুণ গায় এ লোচনদাস ॥২৪৷৷ કૈીરાજા | গোরাচাদ না রে হয়, লিহরই নীলাচল মাঝে ॥ ধ্রু॥ তবে নীলাচলে প্রভু ভক্তগণসঙ্গে । কীৰ্ত্তন-বিলাস করে আছে নানা-রঙ্গে ॥২৫৷৷ অনেক ভকভগণ মিলিয়া তথায় । o প্রেম-বিলসয়ে প্রভু নাচয়ে নাচায় ॥২৬৷৷ নানাদেশে আছিল ষতেক ভক্তগণে । ক্রমে ক্রমে মিলিলেন চৈতন্থ্য-চরণে ॥২৭৷ আনন্দে অtছয়ে প্রভু নীলাচল-লাসে । কহিব সকল পাছু অনেক প্রকাশে ॥ ২৮ ॥ মধুর চলিল—মনঃকথা আচম্বিত। উৎকণ্ঠ পাঢ়িল হিয়া-উলমত-চিত ॥১৯ ゞも"> চলিলা মথুরা পথে চৈতন্য ঠাকুর। পথে যাইতে প্রেমাননা পঢ়িল প্রচুর ॥৩০ অনুরাগে পায় প্রভূ-রাঙ্গ তুই অ'খি । সিংহের গমনে পায়—দেখিতে ন দেখি ॥৩১ সঙ্গের সঙ্গতিগণ না পরে হটিভে । কথে দূরে যায় প্রভু ডাকিভে ডাকিভে ॥৩২ ঝারিখ গু-পথে প্ৰভু চলিল সত্বর। কান্দাইলা পশু, পক্ষী, বৃক্ষণদি, প্রস্তর ॥ ৩৩ ৷ গৌরাঙ্গ বেঢ়িয় মৃগ-ব্যাঘ্রগণ নাচে। হিংস। নাহি - সপর্বস্তুপে ল’চে প্রভু কাছে ॥৩৪ বনজন্তুগণ সব রুতার্থ করিম। চলিল গৌরাঙ্গ পথে প্রেম-লিনোদিয়া ॥৩৫৷৷ ক্রমে ক্রমে উত্তলিল। তার্থ পারাণসী । অনেক আছিয়ে তথ। পরম সন্ন্যাসী ॥ ৩৬ ৷ বিশ্বেশ্বর নমস্করি’ চলি’ যার পথে। প্রয়াগে মাধল দেখি’ হরষি ভ চিতে ॥ ৩৭ ॥ রূপ-সনাতন গোসাঞি প্রভূরে মিলিলা । অনুগ্রহ করি’ তারে শক্তি সঞ্চাfরল। ॥ ৩৮ ৷৷ তথ। বেণী:স্নান করি? দেখি অক্ষয় বট । যমুনাতে পার হৈল। আগের নিকট ॥ ৩৯ ৷ দেখিল। অদ্ভুত সে রেণুকা নামে গ্রাম। অলতার কৈল। যেই স্থানে পরশুরাম ॥ ৪০ ॥ তথা বৃন্দালন মুখে যমুনা বিমুখী। দেখিয়া বিহবল প্রভু প্রেম সুখে সুখী ॥ ৪১ ৷ রাজগ্রামে গির। পারে দেখয়ে গোকুল । সম্বরিতে নারে’ হিয়া ভৈগেল আকুল ॥৪২ ৷৷ হিয়া সম্বরিল প্রভু অনেক যতনে । আনন্দে পিহবল পারে দেখে মহালনে ॥ ৪৩ ॥ যাইতে যাইতে আর গিয়া কথোদুর। সুনিকট হৈল যেই দেখে মধুপুর ॥ ৪৪। মধুপুর দেখি প্রভু উনমতচিত। প্রেমায় বিহবল— ষেন নাহিক সম্বিত ॥ ৪৫ ॥ অক্ৰুর । অঙ্কুর : বলি ভূমিতে পড়িল । মাধুর বিরহভাবে মূচ্ছিত হইল ॥৪৬ ॥