পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ᏹ Ꮌ 8 শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত । [1884, 2oth June. “বাবুরাম আর নিরঞ্জন—এদের ছাড়া কই ছোকরা ?—যদি আর কেউ আসে, বোধ হয়, ঐ উপদেশ নেবে, চলে যাবে। “তবে টানাটানি করে আসতে বলি না, বাড়ীতে হাঙ্গাম হ’তে পারে। (সহস্তে) “আমি যখন বলি চলে আয় না, তখন বেশ বলে,—“আপনি করে নিন না ’ রাখালকে দেখে কঁদে । বলে, ও বেশ আছে ! “রাখাল এখন ঘরের ছেলের মত আছে ; জানি, আর ও আসক্ত হবে না। বলে, ‘ও সব আলুনি লাগে !’ ওর পরিবার এখানে এসেছিল। ১৪ বৎসর বয়স। এখান হ'য়ে কোন্নগরে গেল। তার ওকে কোন্নগরে যেতে বল্লে । ও গেল না । বলে,—“আমোদ আহলাদ ভাল লাগে না ।” নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয় ? মাস্টার । আজ্ঞ, বেশ চেহারা ! শ্রীরামকৃষ্ণ । না, চেহারা শুধু নয়। সরল। সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়। সরল হ’লে উপদেশে শীঘ্ৰ কাজ হয় । পাট করা জমি কাকর কিছু নাই, বীজ পড়লেই গাছ হয়, আর শীঘ্ৰ ফল হয়। “নিরঞ্জন বিয়ে করবে না। তুমি কি বল,—কামিনীকাঞ্চনেই বদ্ধ করে ? মাষ্টার । আজ্ঞা, হা । শ্রীরামকৃষ্ণ পাল তামাক ছাড়লে কি হবে ? কামিলী কাঞ্চল ত্যাগই ত্যাগ । “ভাবে দেখলাম, যদিও চাকরি করছে, ওকে কোন দোষ স্পর্শ করে নাই। মার জন্য কৰ্ম্ম করে,—ও’তে দোষ নাই। “তোমার কৰ্ম্ম যা করে—এতে দোষ নাই। এ ভাল কায । “কেরাণী জেলে গেলো—বদ্ধ হোলো—বেড়া পরলে—আবার মুক্ত হোলো। মুক্ত হওয়ার পর সে কি ধেই ধেই করে নাচবে ? সে আবার কেরাণীগিরিই করে । তোমার উপায়ের ইচ্ছা নাই । ও’দের খাওয়ানো পরানো । তারা তা না হ’লে কোথায় যাবে ? মণি । কেউ স্যায় তো ছাড়া যায়। শ্রীরামকৃষ্ণ । তা বই কি। এখন,–এও করে, ওও করে । মণি। সব ত্যাগ করতে পারা ভাগ্য ! .. ঐরামকৃষ্ণ। তা বই কি ! তবে যেমন সংস্কার। তোমার একটু কৰ্ম্ম