পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মাষ্টারের প্রতি নানা উপদেশ । X 8X. শ্রীরামকৃষ্ণ । ঘোষপাড়ার মতে ঈশ্বরকে ‘স হজ’ বলে । আর বলে, সহজ না হলে অনহজকে ৰন ক্ৰমান্ন চেলা । [ শ্রীরামকৃষ্ণ ও অভিমান অহঙ্কার। ‘আমি যন্ত্র তিনি যন্ত্রী।’ ] শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি ) ৷ আচ্ছা, আমার অভিমান আছে ? মণি । আজ্ঞা, একটু আছে। শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জস্য,—জ্ঞান উপদেশের জন্য । তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। স্ত্রীরামকৃষ্ণ । আমি রাখি নাই ;—তিনিই রেখে দিয়েছেন । আচ্ছা, ভাবাবেশের সময় কি হয় ? মণি । আপনি তখন বল্লেন ষষ্ঠভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তার পর কথা যখন ক’ন, তখন পঞ্চম ভূমিতে মন নামে। শ্রীরামকৃষ্ণ । তিনিই সব কচ্ছেন । আমি কিছুই জানি না । মণি । আজ্ঞা, তাই জন্যই ত এত আকর্ষণ । [Why all Scriptures—all Religions—are true. I শ্রীরামকৃষ্ণ ও বিরুদ্ধ শাস্ত্রের সমন্বয় । মণি । আজ্ঞা, শাস্ত্রে দু রকম বলেছে। এক পুরাণের মতে কৃষ্ণকে চিদাত্মা, রাধাকে চিৎশক্তি বলেছে। আর এক পুরাণে কৃষ্ণই কালী—আদ্যাশক্তি বলেছে। শ্রীরামকৃষ্ণ । দেবীপুরাণের মত –এ মতে কালীই কৃষ্ণ হয়েছেন। “তা হলেই বা !—তিনি অনন্ত ১ পথ ও অনস্ত । এই কথা শুনিয়া মণি অবাক হইয়া কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন । মণি। ও বুঝেছি। আপনি যেমন বলেন, ছাদে উঠা নিয়ে কথা । যে কোন উপায়ে উঠতে পারলেই হলো—দড়ি বঁাশ—যে কোন উপায়ে ! শ্রীরামকৃষ্ণ । এইট যে বুঝেছ, এটুকু ঈশ্বরের দয়। ঈশ্বরের কপালা হলে সহ শত্র আর ক্লনাক্স ল । “কথাটা এই—কোন রকমে তার উপর যাতে ভক্তি হয়— ভালবাসা হয়। নানা খবরে কাজ কি ? একটা পথ দিয়ে যেতে যেতে যদি তার উপর ভালবাসা হয়, তা হলেই হলো । ভালবাস। হলেই তাকে লাভ করা যাবে। তার পর যদি দরকার হয়, তিনি সব