পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা—অধরের বাট। নরেন্দ্র, ভবনাথাদি ভক্তসঙ্গে । ১৫১ বন হইতে ফিরিয়াছেন । ঠাকুর তাহার কাছে নিত্যগোপালের সংবাদ লইতেছেন। ঠাকুর দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। মাষ্টার ভূমিষ্ঠ হইয় তাহার শ্ৰীপাদপদ্ম মস্তকের দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন । ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন,—“তবে যেও । ( নরেন্দ্রাদির প্রতি, সস্নেহে ) নিরেন্দ্র, ভবনাথ যেও । নরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার অপূর্ব কীৰ্ত্তনানন্দ ও কীৰ্ত্তনমধ্যে ভক্তসঙ্গে অপূর্ব নৃত্য স্মরণ করিতে করিতে সকলে নিজ নিজ গৃহে ফিরিতেছেন। আজ ভাদ্র কৃষ্ণপ্রতিপদ । রাত্রি জ্যোৎস্নাময়ী—যেন হাসিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ—ভবনাথ, হাজরা প্রভৃতি ভক্তসঙ্গে—গাড়ী করিয়া দক্ষিণেশ্বরাভিমুখে যাইতেছেন। শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, সপ্তদশখণ্ডে—অধরের বাটীতে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীৰ্ত্তনানন্দ কথা সমাপ্ত । கம்-ற்கக চতুথ ভাগ—অষ্টাদশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে রাম, বাবুরাম, মাষ্টার, চুনী, অধর, ভবনাথ, নিরঞ্জন প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । [ শ্ৰীমুখকথিত চরিতামৃত । ঘোষপাড়া ও কৰ্ত্তাভজাদের মত । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরমন্দিরে সেই ঘরে নিজের আসনে ছোট খাটটতে ভক্তসঙ্গে বসিয়া আছেন । বেলা এগারটা হইবে, এখনও তাহার সেবা হয় নাই । গত কল্য শনিবার ঠাকুর শ্ৰীযুক্ত অধর সেনের বাটতে ভক্তসঙ্গে শুভাগমন করিয়াছিলেন । হরিনাম-কীৰ্ত্তন মহোৎসব করিয়া সকলকে ধন্য করিয়াছিলেন । আজ এখানে শ্যামদাসের কীৰ্ত্তন হইবে। ঠাকুরের কীৰ্ত্তনানন্দ দেখিবার জন্য অনেক ভক্তের সমাগম হইতেছে ।