পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ©br শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1884, 7th September. তৃতীয় পরিচ্ছেদ । [ ভক্তসঙ্গে সংকীৰ্ত্তনানন্দে । ভঙ্গসঙ্গে নৃত্য । ] ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। সম্প্রদায় লইয়া শু্যামদাস মাথুর কীৰ্ত্তন গাইতেছেন। গান—নাথ দরশমুখে ইত্যাদি । ‘মুখময় সায়র, মরুভূমি ভেল । জলদ নেহারই, চাতকী মরি গেল।’ শ্ৰীমতীর এই বিরহদশা বর্ণনা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। তিনি ছোট খাটটর উপর নিজের আসনে ; বাবুরাম, নিরঞ্জন, রাম, মনমোহন, মাষ্টার, সুরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তের মেজেতে বসিয়া আছেন । কিন্তু গান ভাল জমিতেছে না । কোন্নগরের নবাই চৈতন্যকে ঠাকুর কীৰ্ত্তন করিতে বলিলেন । নবাই মনমোহনের পিতৃব্য । পেনশন লইয়া কোন্নগরে গঙ্গাতীরে ভজন সাধন করেন । ঠাকুরকে প্রায় দর্শন করিতে আসেন । নবাই উচ্চ সঙ্কীৰ্ত্তন করিতেছেন । ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন। অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেড়িয়া বেড়িয়া নৃত্য ও কীৰ্ত্তন করিতে লাগিলেন । কীৰ্ত্তন বেশ জমিয়া গেল । মহিমাচরণ পৰ্য্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন। কীৰ্ত্তনান্তে ঠাকুর নিজের আসনে উপবেশন করিলেন । হরিনামের পর এবার আনন্দময়ী মায়ের নাম করিতেছেন । ঠাকুর ভাবে মত্ত হইয়ামার নাম করিতেছেন। নাম করিবার সময় উদ্ধদৃষ্টি । গান—গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ কোরো না । গান—ভাবিলে ভাবের উদয় হয়। যেমন ভাব, তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যে জন কালীর ভক্ত জীবন্মুক্ত নিত্যানন্দময় ॥ কালীপদস্থধাত্রদে চিত্ত যদি রয়। পূঙ্গ হোম জপ বলি কিছুই কিছু নয়। গান—তোদের খ্যাপার হাট বাজার মা ( তারা ) । কবো গুণের কথা কার মা তোদের ॥ গজ বিনে গে। আরোহণে ফিরিস কদাচার। মণি মুক্ত ফেলে পরিস্ গলে নরশির হার ॥ শ্মশানে মশানে ফিরিস্কার বা ধারিস ধার। রামপ্রসাদকে ভবঘোরে কৰ্ত্তে হবে পার ॥