পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミo\。 à3\atoto [ 1884, 19th September. ঠাকুর তাহাদিগকে বলিতেছেন—“টাকার জন্য যেমন ঘাম বার করে, তেমি হরিনাম করে নেচে গেয়ে ঘাম বার করতে হয় । “আমি মনে করলাম, তোমাদের সঙ্গে নাচবো । গিয়ে দেখি যে, ফোড়ন টোড়ন সব পড়েছে—মেথি পৰ্য্যন্ত । ( সকলের হাস্য )—আমি আর কি দিয়ে সম্বর করবো । “তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো ।” মুখুয্যে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট বারান্দাটীর পাশে মুখুয্যেদের গাড়ী আসিয়া দাড়াইল । গাড়ীতে বাতী জালা হইয়াছে। [ ভক্ত বিদায় ও ঠাকুরের স্নেহ । ] ঠাকুর সেই বারাণ্ডার চাতালের ঠিক উত্তরপূর্ব কোণে উত্তরাস্ত হইয়া দাড়াইয়া আছেন । একজন ভক্ত পথ দেখাইয়া একটী আলো আনিয়াছেন—ভক্তদের তুলিয়া দিবেন। আজ অমাবসন্য।--অন্ধকার রাত্রি –ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গ, সম্মুখে নহবৎ, পুষ্পোদ্যান ও কুঠী ; ঠাকুরের ডানদিকে সদর ফটকে যাইবার রাস্ত । ভক্তেরা তাহাব চরণে মস্তক অবলুষ্ঠিত করিয়া একে একে গাড়ীতে উঠিতেছেন। ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন—“ঈশানকে একবার বোলে না—ওর কৰ্ম্মের জন্য ।” গাড়ীতে বেশী লোক দেখিয়া, –পাছে ঘোড়ার কষ্ট হয়—ঠাকুর বলিতেছেন—“গাড়ীতে অত লোক কি ধরবে ?” ঠাকুর দাড়াইয়া আছেন। সেই ভক্তবৎসল মূৰ্ত্তি দেখিতে দেখিতে ভক্তের কলিকাতা যাত্রা করিলেন। تصبحسم محكسصصدامه