পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԳ8 শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1885, 9th August. তিনি একজন কৰ্ম্মচারী—ম্যানেজার। হিন্দুকলেজে ডি এল রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতী পাশ করিয়াছিলেন । শ্রীরামকৃষ্ণ ( দ্বিজের পিতার প্রতি ) । আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবে না । “আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাক। অনেক পরিশ্রম করে যদি কেউ সোণ পায়, সে মাটীর ভিতর রাখতে পারে,— বাস্কের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে,—সোণার কিছু হয় না । “আমি বলি অনাসক্ত হয়ে সংসার কর । হাতে তেল মেখে কাটাল ভাঙ্গ——তা হলে হাতে আটা লাগবে না । “কঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায় । জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয় । “শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়। মাখন তুলে জলের উপর রাখলে আর কোন গোল থাকে না । দ্বিজের পিতা । আজ্ঞা, হা । - শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে )। আপনি যে এদের বকেন টকেন, তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বল্লে,—“তুই ত বড় বোকা ! তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম। তোকে ফোস করতে বারণ করি নাই ! তুই যদি ফোস কত্তিস্, তা হলে তোর শক্রর তোকে মারতে পারত না । আপনি ছেলেদের বকেন ঝকেন,—সে কেবল ফোস করেন । [ দ্বিজের পিতা হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ । ভাল ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভাল জল হয়—সেটা পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন । “ছেলেকে আত্মজ বলে । তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি একরূপে ছেলে হয়েছ। একরূপে তুমি বিষয়ী, আফিসের কাজ করছে, সংসারে ভোগ করছে ;—আর একরূপে তুমিই ভক্ত হয়েছ—তোমার সন্তানরূপে । শুনেছিলাম, আপনি খুব ঘোর বিষয়ী । তা ত নয় ! ( সহস্যে ) এ সব ত আপনি জানেন। তবে আপনি নাকি