পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর । শ্রীরামকৃষ্ণ কে ? মণির কাছে মুক্তকণ্ঠ । ৩২৯ “লোক বাছ যা বলছ, তা ঠিক। এই অস্থখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ, বোঝ। যাচ্ছে । মীর অন< অনান্ন ছেড়ে এখানে BBDYSBBDS BBB BB S BB BBS BBBB BB SBBB আছেন মশাই’ জিজ্ঞাসা করে, তারা বহিরঙ্গ । “ভবনাথকে দেখলে না ? শ্যামপুকুরে বরট সেজে এলো । জিজ্ঞাসা করলে, “কেমন আছেন—তার পর আর দেখা নাই ! নরেন্দ্রের খাতিরে ঐ রকম তাকে করি , কিন্তু মন নাই । * দ্বিতীয় পরিচ্ছেদ । [ শ্ৰীমুখকথিত চরিতামৃত । শ্রীরামকৃষ্ণ কে ? মুক্তকণ্ঠ ] আহুস্তুমি ঋষয়ঃ সর্বের্ব দেবর্ষিনর্ণরদস্তথা । অসিতো দেবলে ব্যাসঃ স্বয়ঞ্চৈব ব্ৰবীষি মে ৷ শ্রীরামকৃষ্ণ (মণির প্রতি ) ৷ তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন, তখন তার সঙ্গে সঙ্গে ভক্তরাও আসে। কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ । কেউ ভুর সনদীৰ । “দশ এগারে বছরের সময় দেশে বিশালক্ষী দেখতে গিয়ে মাঠে প্রথম এই অবস্থ। হজ্জ। কি দেখলাম !—একবারে বাহশূন্ত ! “যখন বাইশ তেইশ বছর বয়স ক্ষু কালীঘরে ( দক্ষিণেশ্বরে ) বল্লে, ‘তুই কি অক্ষর হতে চাস ?—অক্ষর মানে জানি না ! জিজ্ঞাসা করলাম—হলধাৱী বলে, ‘ক্ষর মানে জীব, অক্ষর পরমাত্মা' । “যখন আরতি হোতে, কুঠার উপর থেকে চীৎকার করতাম, ‘ওরে কে কোথায় ভক্ত আছিস আয় । ঐহিক লোকদের সঙ্গে আমার প্রাণ যায় ! ইংলিশম্যানকে (ইংরাজি-পড়া লোককে ) বললাম। তারা বলে, ‘ও সব মনের ভুল !' তখন তাই হবে বলে শান্ত হলাম ! কিন্তু এখন ত সেই সব মিলছে !—সব ভক্ত এসে জুটছে ! “আবার দেখালে পাঁচ জন সেবায়েত প্রথম, সেজে বাবু (মথ জ্ঞ

  • ৰখন ২২২৩ বয়স, অর্থাৎ ১৮৫৮৫৯ খৃঃ, তখন প্রথম এই অবস্থা ।