পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\O8 e শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1886, 2 1st April. মণি । যে যে অবস্থায় যা দেখে, সেই অবস্থায় তা তার পক্ষে reality সত্য । যতক্ষণ স্বপন দেখছো একটা বাগানে গিয়েছে, ততক্ষণ বাগানটী তোমার পক্ষে reality ; কিন্তু তোমার অবস্থ বদলালে—যেমন জাগরণ অবস্থায়—তোমার ওটা ভুল বলে বোধ হতে পারে । যে অবস্থায় ঈশ্বর দর্শন করা যায়,—সে অবস্থা হলে তখন reality ( সত্য ) বোধ হবে । নরেন্দ্র । আমি Truth চাই । সে দিন পরমহংস মশায়ের সঙ্গেই খুব তর্ক করলাম। মণি (সহস্তে ) ৷ কি হয়েছিল ? নরেন্দ্র । উনি আমায় বলছিলেন, “আমাকে কেউ কেউ ঈশ্বর বলে। আমি বল্লাম, হাজার লোকে ঈশ্বর বলুক, আমার যতক্ষণ সত্য বলে না বোধ হয়, ততক্ষণ বলবো না । “তিনি বল্লেন—‘অনেকে যা বলবে, তাই ত সত্য—তাই ত ধৰ্ম্ম ।’ “আমি বল্লাম, ‘নিজে ঠিক না বুঝলে অন্য লোকের কথা শুনব না।’ af ( xīstƯs ) | CSfItā vētā Copernicus, Berkeley,— এদের মত। জগতের লোক বলছে—সূৰ্য্যই চলছে, Copernicus তা শুনলে না ;—জগতের লোক বলছে external world জগৎ আছে, Berkeley তা শুনলে না। তাই Lewis বলেছেন, “Why was not Berkeley a philosophical Copernicus ? To qoral History of Philosophy fits witson o af-l l fss, Lewis ? FICHER I RI, Ueberweg;–German oigÚG HUR মণি । তুমি বলছে, ‘সামনে গাছের মতন কেউ কি দেখেছে ? তা ঈশ্বর মানুষ হয়ে যদি এসে, বলেন, ‘আমি ঈশ্বর !" তা হ’লে তুমি কি বিশ্বাস করবে ? তুমি Lazarusএর গল্প ত জান ? যখন Lazarus পরলোকে গিয়ে Abrahamকে বল্লে যে, আমি আত্মীয় বন্ধুদের বলে আসি যে, সত্যই পরলোক আর নরক আছে। Abraham বল্লেন, তুমি গিয়ে বল্পে কি তারা বিশ্বাস করবে ? তারা বলবে, কে একটা জোচ্চোর এসে এই সব কথা বলছে ।