পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরাহনগর মঠ। বেলতলায় ৮শিবপূজা। \ව8ළු -ा , মঠের ভাইয়েরা সকলে উপবাস করিয়া আছেন। ঘরে এখন নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, কালী, বাবুরাম, তারক, হরীশ, সিতির গোপাল, শারদ, মাষ্টার আছেন। যোগিন, লাটু শ্ৰীবৃন্দাবনে আছেন। র্তাহারা এখনও মঠ দেখেন নাই। -* আজ সোমবার ৬শিবরাত্রি ২১ ফেব্রুয়ারী। আগামী শনিবারে শরৎ, কালী, নিরঞ্জন শারদ, শ্ৰীশ্ৰীজগন্নাথ দর্শনার্থ, yপুরীধামে যাত্রা করিবেন। শ্ৰীযুক্ত শশী দিনরাত ঠাকুরের সেবা লইয়া আছেন। পূজা হইয় গেল। শরৎ তানপুর লইয়া গান গাহিতেছেন।– শিব শঙ্কর বল বম (ভোলা), কৈলাসপতি মহারাজরাজ ! উড়ে শৃঙ্গ কি খেয়াল, গলে ব্যাল-মাল, লোচন বিশাল, লালে লাল ; ভালে চন্দ্র শোভে, সুন্দর বিরাজে । নরেন্দ্র কলিকাতা হইতে এই মাত্র আসিয়াছেন। এখনও স্বান করেন নাই। কালী নরেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, ‘মোকদ্দমার কি খবর ? নরেন্দ্র ( বিরক্ত হইয়া ) । তোদের ও সব কথায় কাজ কি ? নরেন্দ্র তামাক খাইতেছেন ও মাষ্টার প্রভৃতির সহিত কথা কহিতেছেন।–“কামিনীকাঞ্চন ত্যাগ না করলে হ’বে না। কামিনী নরকস্ত দ্বারম। যত লোক স্ত্রীলোকের বশ। শিব আর কষও এদের আলাদা কথা । শক্তিকে শিব দাসী করে রেখেছিলেন । শ্রীকৃষ্ণ সংসার করেছিলেন বটে, কিন্তু কেমন নির্লিপ্ত !—ফস্ করে বৃন্দাবন কেমন ত্যাগ করলেন ।” রাখাল । আবার দ্বারিকা কেমন ত্যাগ করলেন । নরেন্দ্র গঙ্গাস্নান করিয়া মঠে ফিরিলেন । হাতে ভিজে কাপড় ও গামছা । শারদ। এতক্ষণ সমস্ত গায়ে মাটি মাখা—আসিয়া নরেন্দ্রকে সাষ্টাঙ্গ হইয়া নমস্কার করিলেন। তিনিও শিবরাত্রের উপবাস করিয়াছেন4-গঙ্গাস্নানে যাইবেন । নরেন্দ্র ঠাকুরঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন ও উপবিষ্ট হইয়া কিয়ৎ কাল ধ্যান করিলেন। . . . ভবনাথের কথা হইতেছে। ভবনাথ বিবাহ করিয়াছেন, কৰ্ম্ম কাছেনকরিতে হইতেছে। নরেন্দ্র বলিতেছেন, ‘ওরা ত সংসারী কীট।’ /অপরাহ্ব হইল। শিবরাত্রির পূজার আয়োজন হইতেছে। বেল