পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নন্দনবাগান। ব্রাহ্ম ভক্তসঙ্গে—উৎসবানন্দে । ミ> “আত্মার সহিত রমণ করা, এই কামনা । _ “যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্ৰোধ । তাকে পাবার লোভ ৷ ‘আমার আমার যদি করতে হয়—তবে তাকে লয়ে । যেমন—আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহঙ্কার করতে হয় তো বিভীষণের মত !—“আমি রামকে প্রণাম করেছি—এ মাথা আর কারু কাছে অবনত করবো না ? ব্রাহ্মভক্ত। তিনিই যদি সব করাচ্ছেন তা হলে আমি পাপের জন্য দায়ী নই ? [ Free Will ; Responsibility oftcoià offo || শ্রীরামকৃষ্ণ (সহস্যে) । দুর্য্যোধন ঐ কথা বলেছিল— ‘ত্বয়া হৃষীকেশ হৃদিস্থিতেন, যথা নিযুক্তোহস্মি তথাকরোমি । “যার ঠিক বিশ্বাস —“ঈশ্বরই কৰ্ত্ত আর আমি অকৰ্ত্তা”—তার পাপ কাৰ্য্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না । “তান্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না ! ঠাকুর উপাসনা-গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন,—“মাঝে মাঝে এরূপ এক সঙ্গে ঈশ্বরচিন্তা ও তার নামগুণ কীৰ্ত্তন করা খুব ভাল । “তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক—যেমন তপ্ত লোঁহে জলের ছিটে দিলে, জল তাতে যতক্ষণ থাকে ! [ ত্রহ্মোপাসনা ও শ্রীরামকৃষ্ণ, । ] এইবার উপাসনা আরম্ভ হইবে । উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটা ব্রাগিক ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন—হাতে সঙ্গীতপুস্তক । পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল । সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না। ক্রমে উদ্বোধন,— প্রার্থনা,—উপাসনা । বেদীতে উপবিন্ট আচাৰ্য্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন— v ‘ওঁ পিতা নোহসি পিতা নোবোধি । নমস্তেহস্তু মা মা হিংসীঃ ।