পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిస్ల్లో শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [ 1883, 18th June. বলিতেছেন-—এক সঙ্গে আসিয়া এই ঠাকুর-বাড়ীর ঝিল দর্শন করিবেন - নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয়, শিখাইবার জন্ত । ঠাকুরের খুব সর্দি হইয়াছে। তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ী দেখিবার জন্য গাড়ী হইতে অবতরণ করিলেন । ঠাকুরবাড়ীতে শ্ৰীগৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যার এখনও একটু দেরী আছে। ঠাকুর ভক্তসঙ্গে শ্ৰীগৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ট হইয়া প্রণাম করিলেন । এইবার ঠাকুরবাড়ীর পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয় ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন । কেহ মাছগুলির হিংসা করে না, মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে—তার পর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে । ঠাকুর মাষ্টারকে বলিতেছেন--“এই ছাখো কেমন মাছগুলি! এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা !” শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থ ভাগ, ষষ্ঠ খণ্ড, পেনেট মহোৎসব-সংবাদ সমাপ্ত ।