পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। গুরুরূপী ঐরামকৃষ্ণ । চতুৰ্থভাগ— নৰম প্ৰথ<e । یی یا প্রথম পরিচ্ছেদ । * দক্ষিণেশ্বরমন্দিরে রাখাল, রাম, কেদার প্রভৃতি ভক্তসঙ্গে । বেদন্তিবাদী সাধু সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা । ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়ীতে উঠিয়াছেন—ভকালীঘাট দর্শনে যাইবেন । শ্ৰীযুক্ত অধর সেনের বাট হইয়া যাইবেন—অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন । আজ শনিবার, অমাবস্যা । বেল ১টা হইবে । গাড়ী তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাড়াইয়া আছে । " মণি গাড়ীর দ্বারের কাছে আসিয়া দাড়াইয়াছেন । মণি ( শ্রীরামকৃষ্ণের প্রতি ) ৷ তা জ্ঞা, আমি কি যাব ? শ্রীরামকৃষ্ণ । কেন ? মণি । কলকাতার বাসা হয়ে একবার আসতাম । শ্রীরামকৃষ্ণ ( চিন্তিত হইয়া ) । আবার যাবে ? এখানে বেশ আছ । মণি বাড়ী ফিরিবেন—কয়েক ঘণ্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই । রবিবার ৩০শে ডিসেম্বর ; পোষ শুক্ল প্রতিপদ তিথি । বেল তিনট হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন,—একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্তসঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেজেতে ভক্তদের সঙ্গে বসিলেন । কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তের আসিয়াছেন । র্তাহ দের সঙ্গে একটী বেদান্ত-বাদী সাধু আসিয়াছেন । ঠাকুর যে দিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। সাধু পাশ্বের বাগানের একটা গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটীকে সঙ্গে করিয়া ਾਂ । সাধুও ঠাকুরকে দর্শন করিবেন—ইচ্ছা করিয়াছেন। W ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট ঠক্তটির উপর সাধুকে বসাইয়াছেন। কথাবাৰ্ত্তা হিন্দীতে হইতেছে। ツ >