পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ve ঐত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [১৮৮৩, ২৭শে ডিসেম্বর দরকার। ভাত খাবে ; বসে বসে বলছে, কাঠে অগ্নি আছে, ঐ আগুনে ভাত রাধা হয় ; তা বললে কি ভাত তৈয়ের হয় ? আর একখান কাঠ এনে কাঠে কাঠে ঘস্তে হয়, তবে আ বেরোয়। “সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয় । খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছে, ‘সিদ্ধি সিদ্ধি ! উন্ম ল কি নেশা হয়, আনন্দ হয় ? । - “হাজার লেখাপড় শেখ, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ নাই—তার কামিনী কাঞ্চনে নজর থাকে। শকুনি খুব উচুতে উঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর । “যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সে-ই বিদ্যা ; আর সব মিছে । আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা ?” শ্রশ–আজ্ঞা, এইটুকু বোধ হয়েছে—একজন জ্ঞানময় পুরুষ আছেন, র্তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় । এই একটা কথা বলছি—শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাচিয়ে রাখবার জন্য তার কৌশল যত ঠাণ্ডা পড়ে তত জলের আয়তনের • সঙ্কোচ হয়। কিন্তু আশ্চৰ্য্য, বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয় ! পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে। জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে কিন্তু নীচে যেমন জল তেমনি জল । যদি খুব ঠ; } হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে। নীচের জল গরম থাকে। শ্রীরামকৃষ্ণ—তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায় । কিন্তু তার বিষয়ে শোনা এক, তাকে দেখ এক, তার সঙ্গে আলাপ করা আর J. o